মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৭ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।
পরে বর্ডার গার্ড বাংলাদেশ-এর (১৬ বিজিবি) তাদের আটক করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে। আটকদের মধ্যে ৪ জন পুরুষ, ৪জন নারী ও ৯জন শিশু রয়েছে। আটককৃতরা হলো, মফিজুল হক (২৬), মনজু বেগম (২২), মিতু আক্তার (১৩), বেলাল (০৪), মরিয়ম (১.৫), বোবিতা বেগম (৩৪), মোছাঃ রফিয়া বেগম (৬০), শাহাজুল ইসলাম (৪২), মামুন মিয়া (১৮), মাসুদ (১৩), রিদয় ইসলাম (০৪), শ্রী বুলু চন্দ্র সেন (৪০),
শ্রীমতি সুনোতি রানী (৩৪), শ্রী সুশান্ত চন্দ (০৮), শ্রী সুমন চন্দ্ৰ বৰ্মন (০৬), শ্রী গোপাল চন্দ্ৰ বৰ্মন (০৪), শ্রী বুলবুলি চন্দ্ৰ বৰ্মন (১৬)। তাদের দাবি, তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা। শিশুদের মধ্যে কয়েকজনের জন্ম হয়েছে ভারতে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবত ভারতের হরিয়ানায় অবৈধভাবে অবস্থান করে কাজ করছিল। গত ১৭ মে ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে ২৪ মে ৮৮ ব্যাটালিয়ন বিএসএফএফ এর ইটাভাটা ক্যাম্পের নিকট হস্তান্তর করে। পরে বিএসএফ তাদেরকে সীমান্ত পিলার ২১৯/৭১-আর এর নিকট দিয়ে বিভিষণ সীমান্তের লালমাটিয়া এলাকা দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে।
রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান জানান, মঙ্গলবার সকালে সীমান্ত দিয়ে ভারত ১৭জন পুশ ইন করেছে। পরে বিজিবি তাদেরকে থানায় সোপর্দ করেছে। এ বিষয়ে জানার জন্য একাধিকবার ফোন দিলে ১৬ বিজিবির অধিনায়ক টেক্স করতে বলেন। টেক্স করা হলেও তিনি কোনো উত্তর দেননি।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, বাংলাদেশি মানুষ গোপনে দশ বার বছর ধরে ভারতে ছিল। ভারত পুলিশ তাদেরকে ধরে সীমান্ত পথে বাংলাদেশের অভ্যন্তরে পাঠি দেয়। তারা বাংলাদেশ সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিল। এসময় বিজিবি তাদেরকে ধরে পুলিশে হস্তান্তর করে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি রইস উদ্দিন।