পদ্মা নদী থেকে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার
মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদী থেকে সামিরুল ইসলাম বাবু (১৮) নামের এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার আলাতুলি এলাকা থেকে মরদটটি উদ্ধার করা হয়। মারা যাওয়া বাবু ভারতের পশ্চিবঙ্গের মর্শিদাবাদ জেলার লালগোলা থানার রামচন্দ্রপুর গ্রামের মো. ফারুকের ছেলে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওমি) মতিউর রহমান জানান, গত তিনপূর্বে মর্শিদাবাদে নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় বাবু। মরদেহটি ভাসতে ভাসতে বাংলাদেশ চলে আসে। বিকেলে মরদেহচি আলাতুলি এলাকায় পদ্মা নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ আলাতুলি থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। আইনী প্রক্রিয়া শেষে মরদেহটি বিজিবি ও বিএসএফের মাধ্যমে ভারতে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।