মাহবুব সৈয়দ,পলাশ(নরসিংদী )প্রতিনিধি : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা বেতনসহ তিন দফা দাবীতে আজ মঙ্গলবার দ্বিতীয় দিনেও সারা দেশের ন্যায় নরসিংদীর পলাশের সহকারী শিক্ষকরাও পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচী পালন করেন তারা। ৫মে থেকে ১৫মে পর্ষন্ত ১ ঘন্টা,১৬ মে থেকে ২০ মে পর্ষন্ত ২ ঘন্টা, ২১মে থেকে ২৫মে পর্ষন্ত অর্ধদিবস কর্ম বিরতি ও ২৬মে থেকে দাবী আদায় না হওয়া পর্ষন্ত পূর্ণ দিবস কর্ম বিরতি চালিয়ে যাবেন বলে জানান সহকারী শিক্ষক নেতারা।
সহকারী শিক্ষকদের তিন দফা দাবীর মধ্যে রয়েছে ১১তম গ্রেডে বেতন নির্ধারন.১০ বছর ও ১৬ বছরে পূর্তিতে উচ্চতর গ্রেডে প্রাপ্তি জটিলতা নিরসন ও প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি। উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে আজ মঙ্গলবার গিয়ে দেখা যায়,সহকারী শিক্ষকরা অফিস কক্ষে বসে কর্মবিরতি পালন করছেন। তারা বলছেন দাবী না মানা পর্ষন্ত তারা বিদ্যালয়ে আসলেও শ্রেণী কক্ষে যাবেন না। আর এদিকে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস রুমে এবং মাঠে দৌড়াদোড়ি করছে। এ সময় একাধিক শিক্ষার্থীর সাথে কথা বললে তারা জানান,কেন স্যার-ম্যাডামরা ক্লাসে আসেন না আমরা জানি না। অন্যদিকে অনেকজন অভিভাবককে দেখা গেছে বিদ্যালয়ে ক্লাস না হওয়ায় তাদের ছেলে মেয়েদের কে বিদ্যালয় থেকে বাসায় নিয়ে যাচ্ছে।
বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি পলাশ শাখার সভাপতি অঞ্জন পাল ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান,সারাদেশের সহকারী শিক্ষকদের সাথে নরসিংদীর পলাশ উপজেলার সহকারী শিক্ষকবৃন্দও সতঃস্ফুর্ত ভাবে কর্মবিরতি পালন করছেন। শিক্ষকবৃন্দ তাদের সামাজিক মর্ষাদা প্রতিষ্ঠার জন্য আপোষহীন। শিক্ষকরা রাষ্ট্রের থার্ড ক্লাস কর্মচারী হয়ে থাকতে চায় না। আমাদের দাবী পুরন করতে সরকারের সচ্ছিতাই যথেষ্ঠ। আমরা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান থেকে বঞ্চিত করতে চাই না। আমরা সরকারের নীতি নির্ধারকদের অনুরোধ জানাচ্ছি প্রাথমিক সহকারী শিক্ষকদের ন্যাষ্য এই তিন দফা দাবী মেনে নিয়ে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করবেন।