নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার মিরপুরে ঝুঁকি নিয়ে সিলিন্ডারের বোতলে ভরে গ্যাস বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ মে) দুপুরে উপজেলার কাতলামারী এলাকার হক ফিলিং স্টেশন নামের একটি (এলপিজি) ফিলিং স্টেশনে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়ার সহকারী পরিচালক মাসুম আলী।
তিনি বলেন, নিয়মনীতির কোনো তোয়াক্কা না করেই ঝুঁকিপূর্ণভাবে এসব বহনযোগ্য বোতলে ভর্তি করে এলপিজি গ্যাস বিক্রি করে যাচ্ছিলো তারা। এসব অভিযোগের ভিত্তিতে মেসার্স হক ফিলিং স্টেশনকে ৪৫ ধারা মোতাবেক ৫০ হাজার এবং ৫২ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বিস্ফোরক আইনে বলা আছে, স্বয়ংক্রিয় ইঞ্জিনে জ্বালানি সরবরাহ কাজে নিয়োজিত এলপিজি বিতরণ স্টেশন হতে মোটর যানে বা অন্য কোনো স্বয়ংক্রিয় ইঞ্জিনের সঙ্গে সংযুক্ত জ্বালানি ধারণ পাত্র ব্যতীত অন্য কোনো বহনযোগ্য পাত্রে এলপিজি ভর্তি করা যাবে না। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।