শিরোনাম
◈ পররাষ্ট্র সচিব জসীমের বিদায়, রুটিন দায়িত্বে রুহুল আলম ◈ আসিফ-মাহফুজকে নিয়ে যা বললেন নুর ◈ তোমরা সংযত হও, নাহলে আমি পদত্যাগ করবো, বলেছেন প্রফেসর ইউনূস ইতিমধ্যেই ◈ জুলাই অভ্যুত্থানের পর সেনানিবাসে আশ্রয় ৬২৬ জনের তালিকা দিল সেনাবাহিনী, যাদের নাম আছে ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে নাহিদের সাক্ষাৎ, পদত্যাগ না করার অনুরোধ ◈ ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে সরকারকে আর সহযোগিতা নয়: হুঁশিয়ারি বিএনপির ◈ উপদেষ্টা পরিষদের বৈঠকে ৫ সিদ্ধান্ত ◈ ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটা-তাজা করতে ব্যস্ত সময় পাড় করছেন মালিকরা ◈ চীনের ১৫০ ব্যবসায়ীর ঢাকা সফর: বিনিয়োগ ও বাণিজ্যে নতুন সম্ভাবনা ◈ উত্তরা থেকে সনদপত্র জালিয়াতি চক্রের মূলহোতা  গ্রেপ্তার 

প্রকাশিত : ২২ মে, ২০২৫, ০৬:১৯ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করলেন বিএনপি নেতা

ডামি নির্বাচন ও ভোট চুরির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এবং স্থানীয় পাঁচ সাংবাদিকসহ ১৯৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিয়েছেন বাদী কামরুল হাসান।

বুধবার (২১ মে) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আমলি আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন বিএনপি নেতা কামরুল হাসান। আদালতের বিচারক রুমেলিয়া সিরাজাম বাদী ও তার আইনজীবীর বক্তব্য শুনে মামলাটি বাতিলের আদেশ দেন।

 টাঙ্গাইল আদালতের পরিদর্শক মো. লুৎফর রহমান জানান, আগামী ১৩ আগস্ট মামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আদালত।
 
বাদীপক্ষের আইনজীবী আবু রায়হান খান জানান, ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ডামি ও ভোট চুরির নির্বাচন’ আখ্যা দিয়ে মামলাটি করা হয়েছিল, যা এখন বাদী প্রত্যাহার করে নিয়েছেন।
 
এ বিষয়ে জানতে চাইলে বাদী কামরুল হাসান বলেন, ‘উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মামলাটি প্রত্যাহার করতে বলেছেন। সিদ্ধান্তটি দলের ওপর মহল থেকে নেয়া হয়েছে।’
 
 এর আগে গত সোমবার কামরুল হাসান মামলাটি দায়ের করেন। তিনি ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি। মামলায় স্থানীয় পাঁচ সাংবাদিককে আসামি করায় বাদী সমালোচনার মুখে পড়েন। মামলাটি আমলে নিয়ে বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কে তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন। একই সঙ্গে ১৩ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত। এর মধ্যেই বাদী সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে অনাপত্তিপত্র দেন। সবশেষ বুধবার তিনি পুরো মামলাটিই প্রত্যাহার করে নেন।

মামলায় উল্লেখ করা হয়, ভারতের নির্দেশক্রমে শেখ হাসিনা অন্যান্য আসামিদের সঙ্গে যোগসাজশ করে ২০২৪ সালের ৭ জানুয়ারি একটি ডামি নির্বাচনের আয়োজন করেন। বাদী কামরুল হাসান ভূঞাপুরের অলোয়া ইউনিয়নের ভারই উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভোটার ছিলেন।

তিনি অন্যান্য ভোটারের সঙ্গে ভোট দিতে গেলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। বাদীকে মারধর ও হত্যার হুমকি দেয়া হয়। পুলিশ ও প্রিসাইডিং কর্মকর্তার সহায়তায় নৌকা প্রতীকে জোরপূর্বক সিল মেরে বাক্স ভর্তি করা হয়। এভাবেই টাঙ্গাইল-২ (ভূঞাপুর) আসনে আওয়ামী লীগ প্রার্থী তানভীর হাসান ছোট মনিরকে নির্বাচিত করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছিল। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়