শিরোনাম
◈ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট: আকার কমছে, কর কাঠামোয় পরিবর্তন ◈ খোলাবাজারে ডলারের দাম বৃদ্ধি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ◈ পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন ছুটিতে, দায়িত্ব নিচ্ছেন নজরুল ইসলাম ◈ রেমিট্যান্সে করের প্রস্তাব: যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত কি বৈদেশিক মুদ্রা প্রবাহে বিপর্যয় আনবে? ◈ চাহিদা মেটাতে সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে সরকার ◈ ১৫ বছরে বাজারের প্রতিযোগিতা নষ্ট করা হয়েছে : বাণিজ্য উপদেষ্টা ◈ বেনাপোলে স্কুলের ফ্যান,ক্যামেরা, চেয়ার ভেঙে শিক্ষার্থীদের টিকটক ◈ বাংলাদেশের প্রতি বিশ্বের আস্থা বাড়ছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, কাল বিক্ষোভে নামছে এনসিপি (ভিডিও) ◈ কালো টাকা সাদা করার সব বিধান বাতিলের দাবি টিআইবির

প্রকাশিত : ২০ মে, ২০২৫, ০৩:৫৭ দুপুর
আপডেট : ২০ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের বোয়ালমারীতে গাছের ডাল ভেঙে গ্রীল মিস্ত্রির মৃত্যু

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে আম পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙে পড়ে গিয়ে মিজান কাজী (৫৫) নামে এক গ্রীল মিস্ত্রির মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২০ মে) সকালে জেলার বোয়ালমারী উপজেলার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। মিজান কাজীর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মনির নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের মিজান কাজী মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে আম পাড়তে আম গাছে ওঠেন। এ সময় আমগাছের শুকনা ডাল ভেঙে তিনি নিচে পড়ে যায়। পরিবারের স্বজনরা দ্রুত তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি গ্রীল মিস্ত্রির কাজ করতেন। 

হাসপাতালের জরুরী বিভাগের কর্মরত ডা. সাবরিনা হক রুম্পা বলেন, মিজান কাজীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে আমগাছের উপর থেকেই স্টক করেছিল। যার কারণে নিচে পড়ার সাথেই তার মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চতুল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও রাজাপুর গ্রামের বাসিন্দা মনির হোসেন বলেন, মিজান কাজী সকালে আম পাড়তে গাছে উঠলে শুকনা ডাল ভেঙে নিচে পড়ে যায়। বাড়ির লোকজন বোয়ালমারী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়