শিরোনাম
◈ ঢালাও মামলা-গ্রেপ্তার গ্রহণযোগ্য নয়: তদন্তের আগে গ্রেপ্তার না করার পরামর্শ ড. শাহনাজ হুদার ◈ শেখ মুজিব স্বাধীনতা চাননি—ফেসবুক পোস্টে দাবি আমান আযমীর, ‘তারবার্তার’ প্রসঙ্গকে বললেন মিথ্যা ◈ ব্রাইট‌নের কা‌ছে চ্যাম্পিয়ন লিভারপুলের হার  ◈ আবারও গ্রেপ্তার হলেন আলোচিত-সমালোচিত সংগীতশিল্পী নোবেল ◈ যুক্তরাষ্ট্রে স্বেচ্ছায় দেশত্যাগে প্রথম চার্টার্ড ফ্লাইট, প্রত্যাবাসিতদেরকে দেওয়া হলো ১ হাজার ডলার করে! ◈ জামিন পেলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া ◈ ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা! ◈ ঢাকা দাবি পূরণের শহর, বাড়ছে দুর্ভোগ ◈ আটঘরিয়ায় জামায়াত অফিসে আগুন: ফায়ার সার্ভিস বলছে, জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি ◈ চীন, হংকং ও সিঙ্গাপুরসহ বি‌ভিন্ন দে‌শে হুড়মুড়িয়ে বাড়ছে ক‌রোনা ভাইরাস, ভিড় বাড়ছে হাসপাতালে

প্রকাশিত : ২০ মে, ২০২৫, ১২:৩৬ রাত
আপডেট : ২০ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুন্সীগঞ্জে চোর সন্দেহে এবার নারীকে স্বাস্থ্য কমপ্লেক্সের গাছে বেঁধে নির্যাতন

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে চোর সন্দেহে এক নারীকে গাছে বেঁধে নির্যাতন করেছেন স্থানীয়রা।

আজ সোমবার সকালে এই ঘটনা ঘটে।

বিষয়টি জানার পর ওই নারীকে পুলিশ উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। এরপর থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এক নারী অভিযোগ করেন—ওই তার স্বর্ণের চেইন চুরি করেছেন। সঙ্গে সঙ্গে স্থানীয় কয়েকজন নারী ও পুরুষ তাকে গাছের সঙ্গে বেঁধে ফেলেন এবং তারা ১৫-২০ মিনিট তাকে মারধর করেন।

জানতে চাইলে শ্রীনগর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আসাদ ডেইলি স্টারকে বলেন, 'মারধরে আহত হওয়ায় ওই নারীকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে, তার জখম গুরুতর নয়।'

আসাদ আরও বলেন, 'তার বিরুদ্ধে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। তাকে তল্লাশি করেও কোনো কিছু পাওয়া যায়নি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'

আইন হাতে তুলে নিয়ে ওই নারীকে নির্যাতন করা হলেও এ ঘটনায় পুলিশ কাউকে আটক করেনি।

এর আগে শনিবার বিকেলে ঢাকার সাভারে 'চোর সন্দেহে' এক যুবককে গাছে বেঁধে তিন ঘণ্টা ধরে নির্যাতন করেন কয়েকজন যুবক। উৎস: ডেইলিস্টার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়