শিরোনাম
◈ ২০২৫-২৬ অর্থবছরের বাজেট: আকার কমছে, কর কাঠামোয় পরিবর্তন ◈ খোলাবাজারে ডলারের দাম বৃদ্ধি, ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক ◈ পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন ছুটিতে, দায়িত্ব নিচ্ছেন নজরুল ইসলাম ◈ রেমিট্যান্সে করের প্রস্তাব: যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত কি বৈদেশিক মুদ্রা প্রবাহে বিপর্যয় আনবে? ◈ চাহিদা মেটাতে সিঙ্গাপুর থেকে এলএনজি কিনছে সরকার ◈ ১৫ বছরে বাজারের প্রতিযোগিতা নষ্ট করা হয়েছে : বাণিজ্য উপদেষ্টা ◈ বেনাপোলে স্কুলের ফ্যান,ক্যামেরা, চেয়ার ভেঙে শিক্ষার্থীদের টিকটক ◈ বাংলাদেশের প্রতি বিশ্বের আস্থা বাড়ছে: প্রধান উপদেষ্টা ◈ নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ, কাল বিক্ষোভে নামছে এনসিপি (ভিডিও) ◈ কালো টাকা সাদা করার সব বিধান বাতিলের দাবি টিআইবির

প্রকাশিত : ১৬ মে, ২০২৫, ০৫:৩৩ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাশে বাজারে এসেছে রসালো লিচু

মাহবুব সৈয়দ,পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর পলাশে মৌসুমের আগেই বাজারে আসতে শুরু করেছে অপরিপক্ব লিচু। তবে এসব লিচু স্থানীয় হাট বাজারে বিক্রিও হচ্ছে বেশ চড়া দামে। ২৫০টাকা থেকে শুরু করে আকার ভেদে বিক্রি হচ্ছে ৪৫০ টাকা পর্যন্ত।

বিক্রেতারা জানান, মৌসুমের শুরু হওয়ায় দামটা একটু বেশি। তবে, লিচুতে যে পুরোপুরি পরিপক্কতা আসেনি, সেটিও স্বীকার করছেন তারা। ঘোড়াশাল বাজারে লিচু বেচাকেনা হচ্ছে বেশি। বিক্রেতারা বলছেন। অন্য এলাকার লিচুর চাইতে পলাশের লিচু অনেক ভালো যে কারনে দামটাও একটু বেশি।

উপজেলার পাশাপাশি এই আগাম মৌসুমে পাশ্ববর্তী উপজেলা কাপাসিয়া, কালিগঞ্জ এর লিচু পাওয়া যাচ্ছে। তবে এখনো দিনাজপুর,মেহেরপুর,ময়মনসিংহ, কিশোরগঞ্জের লিচু বাজারে আসা শুরু হয়নি। ফজল উদ্দিন নামে এক ক্রেতার সঙ্গে কথা হলে তিনি বলেন,বাসায় বাচ্চাদের চাহিদা লিচু, তাই অপরিপক্ব হলেও নিতে হচ্ছে। টক হলেও তাদের কাছে লিচু খুবই পছন্দের।
লিচু আড়ৎ এর মালিক দেলোয়ার হোসেন জানান, মৌসুম পুরোপুরি শুরু না হওয়ায় বিক্রিও কম। দাম বেশি কিনা জানতে চাইলে তিনি বলেন, শুরুর দিকে দাম তো একটু বেশিই থাকবে, তবে কিছুদিনের মধ্যেই দাম আরও কমে আসবে। বৃষ্টি পেলে লিচুর আকার বড় ও সুন্দর রং হয়ে থাকে। পাশাপাশি রসে ভরে যায়। সে কারণে বৃষ্টির পরে যে লিচু বাজারে আসবে তা ক্রেতার মন জুড়াবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়