শিরোনাম
◈ বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি'কে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান ◈ অপপ্রচারের বিরুদ্ধে জাতিসংঘকে একযোগে কাজের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ ছয় মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে নৌবাহিনী: নৌ উপদেষ্টা ◈ গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব: ট্রাম্প বললেন, ইসরায়েল ‘প্রয়োজনীয় শর্তে’ সম্মত ◈ দেশের ৩২ বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে: আইডিআরএ চেয়ারম্যান ◈ নতুন মূল্য নির্ধারণ এলপি গ্যাসের  ◈ আগামী এক বছরে মালয়েশিয়া সর্বোচ্চ ৪০ হাজার কর্মী নেবে: আসিফ নজরুল ◈ ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ◈ জুলাইয়ের মাঝামাঝিতে জাতীয় সনদে পৌঁছার আশাবাদ আলী রীয়াজের ◈ আদালত অবমাননার মামলায় শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

প্রকাশিত : ১৩ মে, ২০২৫, ০৫:২৮ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে কয়লার কারখানায় যৌথ বাহিনীর অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারীতে  অবৈধ কয়লার কারখানায় বোয়ালমারী সেনা ক্যাম্প, থানা পুলিশ এবং ফরিদপুর জেলা বন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানার তত্ত্বাবধানে দায়িত্বে থাকা আওয়ামী লীগ নেতা মির্জা মিলনকে (৪৫) ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী। মঙ্গলবার (১৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চলে।
 
জানা যায়, উপজেলার সহস্রাইল দেউলি এলাকায় মিধা ট্রেডার্স নামে একটি কয়লার কারখানা নির্মাণ করে গাছ  পুড়িয়ে কয়লা তৈরি করে আসছিল কারখানাটি।  ওই কারখানার দায়িত্বে ছিলেন আওয়ামী লীগ নেতা সহস্রাইল এলাকার বাসিন্দা মির্জা মিলন।
যৌথ বাহিনীর অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী,
ফরিদপুর বন ও পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. জাহিদ হাসান।
 
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন। আগামী ৭ দিনের মধ্যে কারখানাটি অপসারণ করার নির্দেশ দেন। অপসারণ না করলে পরবর্তী আইন গত ব্যবস্থা নেয়া হবে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, কয়লার কারখানার তত্ত্বাবধায়কে থাকা মির্জা মিলনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় কারখানাটি আগামী ৭ দিনের মধ্যে অপসারণ করে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়