শিরোনাম
◈ নয়া কৌশলে মাঠে নেমেছে আওয়ামী লীগ ! ◈ ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের, চারদিনে উত্তপ্ত সীমান্ত সংঘর্ষ ◈ এবার মমতাজের তৃতীয় স্বামী যে চাঞ্চল্যকর তথ্য দিলেন! ◈ মিশা সওদাগরকে ঘিরে ভাইরাল মারধরের ভিডিও ভুয়া, হাঁটুর অস্ত্রোপচারের জন্যই হাসপাতালে ◈ কাতারের ৪০০ মিলিয়ন ডলারের বিমান 'উপহার': ট্রাম্পের বিপক্ষে যাচ্ছেন তার সমর্থকরাও ◈ দুই ম্যাচ আ‌গেই সৌ‌দি প্রো লি‌গে শিরোপা জিতলো আল ই‌তিহাদ ◈ পাবনায় কবরস্থান কমিটির সভাপতি নিয়ে বিএনপির দ্বন্দ্ব, নির্বাচন ঘিরে তুমুল প্রচারণা ও উত্তেজনা ◈ বাংলাদেশে জাপানি বিনিয়োগে প্রতারণা, ফিরে যাচ্ছেন কাওরি ফুনাহাশি! ◈ ভুটান উই‌মেন্স লি‌গে পা‌রো এফ‌সি‌র ২৮ গোলে জয়, ৭ হ্যাটট্রিকসহ ২৫ গোল ক‌রে‌ছেন বাংলাদেশিরা ◈ স্প‌্যা‌নিশ লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা

প্রকাশিত : ১৩ মে, ২০২৫, ১২:৩২ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও ৩ জনকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

হাবিবুর রহমান সোহেল,কক্সবাজার : মিয়ানমার সিমান্ত থেকে কয়েকদিন পর পর বাংলাদেশী ধরে নিয়ে যাওয়ার ঘটনা এখন প্রায় শুনা যায়। যার কোন স্থায়ী সমাধান করতে দেখা যায়নি কোন সরকারের পক্ষ থেকে। যার কারণে সিমান্তে আতংক বিরাজ করছে। এর মাঝেআবারও সোমবার (১২ মে) দুপুরে কক্সবাজারের টেকনাফ লেদাসংলগ্ন নাফ নদী থেকে গুলি ছুড়ে করে তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
 
তারা হলেন সিদ্দিক হোসেন, রবিউল আলম ও মাহমুদ হোসেন। তারা তিনজনই টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়া বাসিন্দা।হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, যে তিনজনকে ধরে নিয়ে গেছে তারা জেলে না। জানা, গেছে, তারা নাফ নদীতে নৌকা নিয়ে নেমেছিল। তবে কেন নাফ নদীতে গেছেন নিশ্চিত হতে পারিনি।
 
তিনি জানান, আরাকান আর্মি তাদেরকে দেখতে পেয়ে গুলি চালায়। পরে তাদের ধাওয়া করে আটক করে নিয়ে যায়। বিষয়টি প্রশাসনকে জানিয়েছেন তিনি।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘বিষয়টি শুনেছি। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।’টেকনাফ ২ বিজিবির  ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি। তবে তারা জেলে না কি তা পরিষ্কার নয়। কারণ, ওই এলাকা দিয়ে প্রচুর মাদকের বড় বড় চালান জব্দের ঘটনা ঘটেছে।  তদন্ত করে দেখা হচ্ছে। জেলে হয়ে থাকলে তাদের ফেরত আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
  • সর্বশেষ
  • জনপ্রিয়