শিরোনাম
◈ জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ◈ নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ ◈ সাভারে মেয়ের হাতে বাবা খুনের আসল ঘটনা নিয়ে যা জানা গেলো ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে আনন্দ উল্লাস! (ভিডিও) ◈ পাঁচ বছরের জন্য বাংলাদেশকে জামায়াতের কাছে লিজ দিন: ডা. তাহের ◈ জনগণ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না: তারেক রহমান (ভিডিও) ◈ লঞ্চে দুই তরুণীকে পেটানো যুবকের পুলিশের কাছে আত্মসমর্পণ, আসলে কী হয়েছিলো? যা জানাগেল (ভিডিও) ◈ তামিম ইকবালকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল ও আমীর খসরু (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এতদিন পরে রাস্তায় কেন?

প্রকাশিত : ১০ মে, ২০২৫, ০৮:৩৯ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে অর্থনৈতিক লেনদেন নিয়ে একজনকে পিটিয়ে হত্যা

আইরিন হক, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে অর্থনৈতিক লেনদেন নিয়ে দুই পক্ষের মারামারিতে সুমন হোসেন নামে একজনকেকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

শনিবার দুপুরে যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সুমন বেনাপোল পোর্ট থানার খড়িডাঙ্গা গ্রামের নূর ইসলামের ছেলে।

নিহত সুমনের ভাই নূর হোসেন  জানান, বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামের মৃত মইউদ্দিনের ছেলে মশিয়ার,মফিজুর ও শহিদুল্লাহর কাছ থেকে কয়েক বছর পূর্বে ৪০ হাজার টাকার বিনিময়ে ১২ কাঠা জমি বন্ধক রাখে সুমন হোসেন। সাম্প্রতি সুমনের সাথে তাদের বনিবনা না হওয়ায় উক্ত টাকা ফেরত দিতে জানিয়ে দেয় তারা। এনিয়ে একপর্যায়ে কথা কাটাকাটি ও তর্কবিতর্ক শেষে সুমন চলে আসে।

কিছুক্ষন পর এ ঘটনার রেশ ধরো প্রতিপক্ষ মশিয়ার, মফিজুর ও শহিদুল্লাহ সহ তাদের ছেলেরা এসে সুমনকে রাস্তায় ফেলে দেশীয় অস্ত্র ও লাঠি পেটা করে শারিরিক নির্যাতন চালায়। পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে  অবস্থার অবনতি হওয়ায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া  হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার শনিবার দুপুরে মারা যায় সুমন।
  
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রাসেল মিয়া জানান,পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।  মামলার প্রক্রিয়া তদন্তধীন রয়েছে জানায় পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়