শিরোনাম
◈ গুরুত্বপূর্ণ নীতিমালা একতরফাভাবে প্রণয়ন সমীচীন হবে না: মির্জা ফখরুল (ভিডিও) ◈ টেলিকম নীতিমালায় সরকারের তড়িঘড়ি সিদ্ধান্তে উদ্বেগ বিএনপির, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক আলোচনার দাবি ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ: আলোচনায় একাধিক বিকল্প ◈ ফলকার টুর্ককে অবাঞ্ছিত ঘোষণা করল ভেনেজুয়েলার পার্লামেন্ট ◈ ভোলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ তিনজন গ্রেপ্তার, অভিযুক্ত নেতারা দল থেকে বহিষ্কৃত ◈ মুরাদনগরে মাদককারবারির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা, একজন গুরুতর আহত ◈ গণঅভ্যুত্থান সরকারের কেউ কেউ ‘লুটপাট’ করে বেহুঁশ হওয়ার দশা: ইশরাক হোসেন ◈ যে কারণে পিআর পদ্ধতি চায় জামায়াত ও ইসলামী আন্দোলন ◈ ‘মেগাস্টার’ শব্দকাণ্ডে বিতর্ক: “আমি মানুষটা ছোট, অন্যকে ছোট করব কীভাবে” — জাহিদ হাসান ◈ এবার পদত্যাগপত্র জমা দিয়েছেন শিল্পকলার চারুকলা পরিচালক

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ০৫:১১ বিকাল
আপডেট : ১৫ জুন, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে ২৯ কেজি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার, আটক ৩

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ : ২৯ কেজি ওজনের মুল্যবান বিষ্ণুর কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদস্যরা। এসময় মূতি পাচারকারী ৩ সদস্যকে আটক করা হয়েছে। মূর্তিটির উচ্চতা ১৭ ইঞ্চি, প্রস্থ ১২ ইঞ্চি এবং ওজন ২৯ কেজি।

শুক্রবার (৯ মে) সকালে সিরাজগঞ্জ র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন, বগুড়ার শেরপুর থানার আড়ং শাইল গ্রামের আব্দুস সালামের ছেলে নাসিম উদ্দিন (২৮), মৃত আলিমুদ্দিন প্রামানিকের ছেলে ফরিদ প্রামানিক (৩৫) ও মৃত রইস উদ্দিনের ছেলে বুলবুল আহম্মেদ (৪০)।

প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ উল্লেখ করেন, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের (৮ মে) রাতে শেরপুর থানার রাজবাড়ী মুকুন্দ গ্রামের মাওলানা আল-আমিনের মাছের খাবারের ঘরের ভিতর অভিযান চালিয়ে বিষ্ণু মুর্তি উদ্ধার করা হয়। এসময় ৩ পাচারকারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা বিষ্ণু মূর্তিটি নিজ হেফজতে রেখে বিদেশে পাচারের চেষ্টার কথা স্বীকার করেছেন। এঘটনায় শেরপুর থানায় মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত মূতিসহ পাচারকারীদের থানায় হস্তান্তর করা হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়