শিরোনাম
◈ জুলাই সনদ নিয়ে ভিন্নমত: বিএনপির ইতিবাচক সাড়া, জামায়াতের শর্ত, এনসিপির আইনি ভিত্তির দাবি ◈ বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকংভিত্তিক কোম্পানি হানডা ◈ ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধের বিচার চায় বাংলাদেশ ◈ মানব পাচারের নতুন হাতিয়ার: প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া ◈ প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নয়ন: বেতন-ভাতা বাড়ছে কত? ◈ পদ্মা পারাপারে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক: চরভদ্রাসনে স্পিডবোটে নিরাপত্তা জোরদারে প্রশাসনের কঠোর পদক্ষেপ ◈ সৌদি আরবে কর্মভিসা এখন আরও সহজ: দক্ষতার ভিত্তিতে নতুন সুযোগ ◈ বেনাপোল বন্দরে ক্যানসার আক্রান্ত পাসপোর্টধারীর ১৬ হাজার টাকা ছিনতাই ◈ “পুলিশ বাহিনীর মেরুদণ্ড আপনারা”, এসআইদের পেশাদার দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের ◈ ওয়াশিংটনে শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা বাণিজ্য আলোচনা

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০২:২৭ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে স্পিরিট পানে দুইজনের মৃত্যু

সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে হোমিও ঔষধের দোকান থেকে স্পিরিট পান করে দুইজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরেকজন হাসপাতালে ভর্তি আছেন। বুধবার সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন এবং শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, বেলকুচি উপজেলার দৌলতপুর বাশঁতলা এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে কসাই আবুল কালাম (৪৪) ও দৌলতপুর মতি মার্কেট এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ভ্যান চালক শাহ আলম (৪২)। এই ঘটনায় অসুস্থ অবস্থায় শহীদ এম মনসুর আলী মেডিকেলে দৌলতপুর দক্ষিণপাড়ার সোহবার আলীর ছেলে ও দৌলতপুর ইউনিয়ন পোস্ট অফিসের পোস্ট মাস্টার আবু হানিফ (৩৬) ভর্তি আছেন।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার রাতে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কান্দাপাড়া বাজারের বাবু ডাক্তারের হোমিও ঔষধের দোকান থেকে নেশা জাতীয় স্পিরিট কিনে পান করেন ৮ জন।

পরে তারা বুধবার বিকালে অসুস্থ হয়ে ৩ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আবুল কালামের মৃত্যু হয়। এরপর শাহ আলমকে আশঙ্কাজনক অবস্থায় মনসুর আলী মেডিকেলে নেওয়ার পথে মারা যান।

তিনি আরও বলেন, ঘটনার পর থেকে হোমিও ঔষধ ব্যবসায়ী বাবু ডাক্তার পলাতক রয়েছেন। নিহতদের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়