শিরোনাম
◈ জুলাই সনদ নিয়ে ভিন্নমত: বিএনপির ইতিবাচক সাড়া, জামায়াতের শর্ত, এনসিপির আইনি ভিত্তির দাবি ◈ বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকংভিত্তিক কোম্পানি হানডা ◈ ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধের বিচার চায় বাংলাদেশ ◈ মানব পাচারের নতুন হাতিয়ার: প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া ◈ প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নয়ন: বেতন-ভাতা বাড়ছে কত? ◈ পদ্মা পারাপারে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক: চরভদ্রাসনে স্পিডবোটে নিরাপত্তা জোরদারে প্রশাসনের কঠোর পদক্ষেপ ◈ সৌদি আরবে কর্মভিসা এখন আরও সহজ: দক্ষতার ভিত্তিতে নতুন সুযোগ ◈ বেনাপোল বন্দরে ক্যানসার আক্রান্ত পাসপোর্টধারীর ১৬ হাজার টাকা ছিনতাই ◈ “পুলিশ বাহিনীর মেরুদণ্ড আপনারা”, এসআইদের পেশাদার দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের ◈ ওয়াশিংটনে শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা বাণিজ্য আলোচনা

প্রকাশিত : ০৭ মে, ২০২৫, ১১:০৮ রাত
আপডেট : ১৫ জুলাই, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁও সীমান্ত থেকে ৩ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিএসএফ

সাইফুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার জগদল সীমান্ত থেকে তিন বাংলাদেশি নাগরিককে আটক করে ধরে নিয়ে যায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (৭ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে জগদল সীমান্ত পিলার ৩৭৪/১-এস থেকে প্রায় ২০০ গজ ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ৭ নং আমজানখোর ইউনিয়নের চেরিকুটি গ্রামের রাসেল (৪২), একই উপজেলার সুমিনগরের বাদামবাড়ি গ্রামের আশরাফুল ( ৩৫) এবং মোড়লহাট জিয়াবাড়ি গ্রামের শামীম হোসেন (৩২)। আরেক জনের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, বুধবার ভোরে জগদল সীমান্তের ৩৭৪/১-এস পিলার এলাকা দিয়ে  ৪ জন ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এসময় ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহলদল ভারতের ২০০ গজ ভেতর থেকে ওই চারজনকে আটক করে। আটককৃতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক বলে ধারনা করা হচ্ছে।

রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, ভারতীয় বিএসএফের হাতে ৪ জন আটকের খবর পাওয়ার পরপরই এলাকায় নিজে ও আমার লোকদের দিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করছি তাদের পরিচয়। কিন্তু কেউ স্বীকার করেনা আটক ৪ জন কে বা তাদের পরিচয় কি। তবে এটি নিশ্চিত যে ভারতীয় বিএসএফের হাতে ৪ জন বাংলাদেশি নাগরিক আটক হয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, “সীমান্তে আটক ৪ জন দীর্ঘদিন ধরে ভারতে হয়তো শ্রমিক হিসেবে ছিল বা এরা চোরাকারবারিও হতে পারে। এরমধ্যে ৩ জন বাংলাদেশি ও ১ জন ভারতীয় নাগরিক হতে পারে। আজকে বাংলাদেশে অবৈধ পন্থায় ফেরত আসার চেষ্টাকালে সীমান্ত থেকে তাদের আটক করে বিএসএফ। আমরা পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশীদের ফেরত আনার চেষ্টা করছি।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়