আজিজুল ইসলাম : যশোরের বাঘারপাড়ায় হোসাইন (১২) নামে প্রাথমিক বিদ্যালয়ের এক স্কুল ছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। সে নারিকেলবাড়িয়া সরদার পাড়ার মিঠু মিয়ার ছেলে। হোসাইন স্থানীয় নারিকেলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।
পরিবার ও পুলিশ জানিয়েছে, বুধবার ১১ টার দিকে নিহতের বড় ভাই সাজিন আল মামুন ছোট ভাই হোসাইন কে পড়াশোনার জন্য বকাবকি করে। ভাইয়ের কথায় অভিমান করে নিজ বাড়ির বসত ঘরের আড়ার সাথে গলায় গামছা পিছিয়ে আত্মহত্যা করে। এ ঘটনা মেজ ভাই শাহীন প্রথমে দেখে চিৎকার দিলে বড় ভাই সাজিন আল মামুন ও আশেপাশের লোকজন এসে হোসাইনকে উদ্ধার করে বাঘারপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। এসময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর রহমান বলেন, এটা একটা আত্মহত্যা। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্তের ছাড়ায় লাশ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। বুধবার বিকালে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।