শিরোনাম
◈ জুলাই সনদ নিয়ে ভিন্নমত: বিএনপির ইতিবাচক সাড়া, জামায়াতের শর্ত, এনসিপির আইনি ভিত্তির দাবি ◈ বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকংভিত্তিক কোম্পানি হানডা ◈ ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধের বিচার চায় বাংলাদেশ ◈ মানব পাচারের নতুন হাতিয়ার: প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া ◈ প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নয়ন: বেতন-ভাতা বাড়ছে কত? ◈ পদ্মা পারাপারে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক: চরভদ্রাসনে স্পিডবোটে নিরাপত্তা জোরদারে প্রশাসনের কঠোর পদক্ষেপ ◈ সৌদি আরবে কর্মভিসা এখন আরও সহজ: দক্ষতার ভিত্তিতে নতুন সুযোগ ◈ বেনাপোল বন্দরে ক্যানসার আক্রান্ত পাসপোর্টধারীর ১৬ হাজার টাকা ছিনতাই ◈ “পুলিশ বাহিনীর মেরুদণ্ড আপনারা”, এসআইদের পেশাদার দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের ◈ ওয়াশিংটনে শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা বাণিজ্য আলোচনা

প্রকাশিত : ০৭ মে, ২০২৫, ০৮:০০ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো কোম্পানিতে কৃষককে বেধড়ক মারধর

ফিরোজ আহম্মেদ,  ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে তামাকের ন্যায্য দাম চাওয়ার 'অপরাধে' এক কৃষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর (ইঅঞ) বিরুদ্ধে। বুধবার বিকেলে জেলার সদর উপজেলায় অবস্থিত কোম্পানির ২ নম্বর ক্রয় সেডে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষকের নাম মেহেরাব হুসাইন রিফাত। তার পিতা রিপন হোসেন অভিযোগ করেন, তিনি ও তার ছেলে তামাক বিক্রির উদ্দেশ্যে কোম্পানির ক্রয় কেন্দ্রে আসেন। কিন্তু কোম্পানির প্রতিনিধি তাদের তামাকের মান খারাপ বলে দাবি করে কম দাম দিতে চান। রিফাত ও তার পিতা যখন তার উৎপাদিত ফসলের সঠিক মূল্য দাবি করেন, তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কথাকাটাকাটির একপর্যায়ে ২ নম্বর সেডের লেবাররা দলবদ্ধভাবে রিফাতের উপর হামলে পড়ে এবং তাকে বেধড়ক মারধর করে। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে নিরাপত্তা কর্মীরা নির্লিপ্ত ভূমিকা পালন করে বলে অভিযোগ স্থানীয়দের।

বিল্লাল হোসেন নামের আরেক কৃষক বলেন, মারামারির সময় আমি মোবাইলে ভিডিও করেছিলাম। সেই দেখে আমাকেও মারধর করতে আসে। পরে আমি দৌড়ে রাস্তায় চলে যায়। পরে এরিয়া ম্যানেজার আমাকে ডেকে আমার মোবাইল নিয়ে সকল ভিডিও মুছে ফেলে।

রিফাতের পিতা রিপন হোসেন বলেন, আমার যে তামাক সেই তামাকের দাম ২৩৮ টাকা। কিন্তু আমাকে দিতে চাই ১৬০ টাকা কেজি দরে। আমি দাম বেশি হওয়ায় আমাদের উপর ক্ষিপ্ত হয়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন কৃষক বলেন, "আমরা কষ্ট করে ফসল ফলাই, আর যখন ন্যায্য দাম চাই, তখন মারধরের শিকার হই? এটা কোন দেশে বাস করছি আমরা?"

এ ব্যাপারে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ঝিনাইদহের এরিয়া ম্যানেজার নওরোজ রেজা বলেন, তেমন কিছুই ঘটেনি। একটু ভুলবোঝাবুঝি হয়েছিলো। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, কৃষককে মারধরের ঘটনার অভিযোগ পেলে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নিব। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়