শিরোনাম
◈ চলতি বাজেটে রাজস্ব খাতে বরাদ্দ বাড়ছে, আগামী বাজেটের রূপরেখা দেবে অন্তর্বর্তী সরকার ◈ খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই, বন্দুকযুদ্ধের নাটক দেখতে চাই না: ইনকিলাব মঞ্চ ◈ আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দাপট, গোল্ডসহ ১১ পদক অর্জন ◈ স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যাখ্যা দেননি. ইনকিলাব মঞ্চ কর্মসূচি দেবে সোমবার ◈ হাদি হত্যা মামলায় নতুন মোড়, সেই ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে শত কোটি টাকার লেনদেন ◈ বাংলাদেশের দুর্বল ব্যাংক কিনতে চীনকে প্রস্তাব, সহজ হবে লেনদেন, কমবে ডলারের চাপ (ভিডিও) ◈ চূড়ান্ত হলো বিএনপির ৩০০ আসনের মনোনয়ন, শিগগিরই ঘোষণা ◈ ধ্বংস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ ভোটের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথ বাহিনীর অভিযান চলবে: ইসি ◈ ভারত সফ‌রে মে‌সি ৮৯ কো‌টি টাকা পে‌লেও উদ্যোক্তা শতদ্রু দ‌ত্তের ২২ কোটি টাকা ফ্রিজ করলো তদন্তকারী অ‌ফিসাররা

প্রকাশিত : ০৬ মে, ২০২৫, ১১:১৩ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেনাবাহিনীর মেজর পরিচয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বিয়ে, অতঃপর..

ময়মনসিংহে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে সেনাবাহিনীর মেজর পরিচয়ে বিয়ে করা ভুয়া মেজর ও তার তিন সহযোগিকে আটক করেছে র‌্যাব-১৪। এ সময় ৩টি স্মার্ট ফোন, নগদ ৩ হাজার ৯০০ টাকা ও প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার মো. মাহিন হোসেন (৩১), মো. ইউসুফ হোসেন (৩৫), মো. মনির হোসেন (৩২) ও মুন্সিগঞ্জের মো. মনির হোসেন (৩২)। এদের মাঝে মাহিন হোসেন নিজেকে সেনাবাহিনীর মেজর হিসেবে পরিচয় দেন।

সোমবার (৫ মে) বিকেলে ময়মনসিংহ র‍্যাব-১৪’র কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এর আগে ওই দিন ভোররাতে মুক্তাগাছা থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মো. মাহিন হোসেন প্রতারক প্রকৃতির লোক। মুক্তাগাছা উপজেলার এক তরুণীর সঙ্গে সেনাবাহিনীর ভুয়া মেজর পরিচয় দিয়ে সম্পর্ক গড়ে তুলে। পরবর্তীতে ফুসলিয়ে গোপনে বিয়ের রেজিস্ট্রি করে। বিয়ের বিষয়টি জানাজানি হলে বাদী তার মেয়েকে জামাইসহ বাসায় আসতে বলে। আসামি মো. মাহিন হোসেন বাসায় আসলে তার কাছে মেজর আইডি এবং কর্মস্থল জানতে চাইলে সে অসঙ্গতিমূলক কথাবার্তা বলতে থাকে। তখন সে জানায়, তিনি র‌্যাব-১৪ ময়মনসিংহের সিও’র দায়িত্ব পেয়েছে।

বিষয়টি বাদীর সন্দেহজনক মনে হলে তা যাচাই বাচাই করার জন্য ঢাকা ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টে যোগাযোগ করেন। পরে তার মেজর আইডি কার্ডটি সঠিক নয় বলে জানতে পারেন বাদী। এরপর এ সংক্রান্ত ময়মনসিংহ অধিনায়ক বরাবর অভিযোগ করেন। পরে র‍্যাবের একটি দল বাদীর বাসা থেকে মাহিন হোসেনসহ ৪ জনকে গ্রেপ্তার করে।

সেনাবাহিনীর মেজর পরিচয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বিয়ে, অতঃপর..
ময়মনসিংহ র‍্যাব-১৪’র সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার (মেজর) শিশুর মাহমুদ তালুকদার বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়