শিরোনাম
◈ গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠনে কাজ চলছে— প্রধান উপদেষ্টা ইউনূস ◈ জুলাই সনদের খসড়া গ্রহণ করবে না এনসিপি ◈ তফসিল ঘোষণা ডাকসু নির্বাচনের ◈ কিছু দল পণ করেছে পিআর ছাড়া নির্বাচনে যাবে না: ফখরুল ইসলাম ইসলাম ◈ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে জুলাই গণহত্যার বিচার: চিফ প্রসিকিউটর ◈ পেহেলগাম হামলার ‘মূল পরিকল্পনাকারীসহ’ নিহত ৩ ◈ প্রাথমিকের ৩৪ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ ও পদোন্নতি ◈ অভিনেতা রাজকুমার রাও এর বিরুদ্ধে ‘জামিন অযোগ্য’ গ্রেফতারি পরোয়ানা জারি! ◈ ভুয়া র‍্যাবকে ধাওয়া দিল আসল র‍্যাব, পথে দুই পক্ষকেই পেটাল জনতা! ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদোত্তীর্ণ অবস্থানে থাকলে ভবিষ্যৎ ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা ঝুঁকি

প্রকাশিত : ০৪ মে, ২০২৫, ১১:৪৭ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে নির্মাণাধীন বাড়ির মাটি চাপায় যুবদল নেতার মৃত্যু  

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে নির্মাণাধীন বাড়ির মাটি চাপায় নজরুল ইসলাম (৫২) নামে এক যুবদল সাবেক নেতার মৃত্যু হয়েছে। শনিবার (৩ মে) দুপুর ১টার দিকে উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়ন এলাকার গৌপিনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম গৌপিনাথপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি ৬ নম্বর ত্রিলোচনপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

এ ঘটনায় স্থানীয়রা জানান,গত কয়েক বছর খুবই কষ্টের জীবন ছিল নজরুলের।ভালো বাড়িঘর ছিল না। দুই ছেলের মধ্যে এক ছেলেকে বিদেশে পাঠিয়েছেন। কিছুদিন আগে বাড়ি নির্মাণের কাজ শুরু করেন। তবে সম্প্রতি বাড়ির পিলার বাঁকা হয়ে মাটি সরে যায়।

শনিবার সকাল থেকে নির্মাণাধীন বাড়ির বেঁকে যাওয়া পিলারের কাছ থেকে মাটি সরিয়ে কাজ করছিলেন নজরুল। একপর্যায়ে আশেপাশের মাটি ধসে পড়ে চাপা পড়েন তিনি। এসময় তিনি মারা যায। পরে কালীগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করে।

কালীগঞ্জ ফায়ার ও সিভিল ডিফেন্স সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাটির নিচ থেকে মরদেহটি উদ্ধার করি। কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন ঘটনা স্থান গিয়ে পরিদর্শন করেছি। বিষয়টি খুবই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়