শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ হিমালয়ের গভীরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী জলবিদ্যুৎ ব্যবস্থা তৈরি করছে চীন ◈ ইউক্রেনের সাথে আপস প্রত্যাখ্যান করেছেন পুতিন ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৫, ১০:৩৭ রাত
আপডেট : ২৩ অক্টোবর, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার নন্দীগ্রামের রাস্তায় তেল-মবিল ছাড়াই চলছে পরিবেশ বান্ধব মিনিবাস

জিল্লুর রয়েল, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : তেল-মবিল ছাড়াই বগুড়ার নন্দীগ্রামের রাস্তায় চলছে ব্যটারিচালিত পরিবেশ বান্ধব ছোট আকারের মিনিবাস। বাসটি চারচাকার হওয়ায় দুর্ঘটনার আশঙ্কা অনেক কম বলে জানিয়েছেন চালক ও যাত্রীরা। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে নন্দীগ্রাম-দাসগ্রাম রাস্তায় এই মিনিবাস দেখা যায়। 
 
সরেজমিনে দেখা গেছে, ১২সিটের এই মিনিবাসটিতে যাত্রী বসার জন্য ১১টি ও ডাইভারের জন্য রয়েছে একটি সিট। গাড়িতে উঠানামার জন্য রয়েছে পাঁচটি আলাদা আলাদা গেট। আলো-বাতাস চলাচলের জন্য জানালার ব্যবস্থাও রাখা হয়েছে ওই বাসে। বাসটির সিটগুলো বেশ আরামদায়ক। এজন্য যাত্রীরা খুব স্বাচ্ছন্দ্যেই যাতায়াত করতে পারছে। 
 
ছোট আকারের এই মিনিবাসে যাতায়াত করা যাত্রী সাব্বির হোসেন বলেন, আমি এরকম ছোট মিনিবাস কোথাও দেখিনি। এই বাসটি চলার সময় কোনো শব্দ নেই। এই মিনিবাসে বসার সিটগুলো খুব ভালো। যাতায়াতের জন্য এই মিনিবাস অনেক আরামদায়ক। মিনিবাসটির মালিক ও চালক আবু মুসা জানান, নন্দীগ্রামে আমিই প্রথম ছোট মিনিবাস এনেছি। এই মিনিবাস বানিয়ে নিতে আমার ৫ লাখ টাকার বেশি খরচ হয়েছে। ঠিকমতো মিনিবাসটি চালালে প্রতিদিন দেড় হাজার টাকার বেশি ভাড়া উঠে। একবার ব্যটারিতে চার্জ দিলে ১২০ কিলোমিটারের বেশি চলে। ভালো রাস্তা হলে ৫৫ থেকে ৬০ কিলোমিটার বেগে গাড়ি চলে। ব্যটারিতে চার্জ দিতে ৪০ থেকে ৫০ টাকার বিদ্যুৎ লাগে। এই মিনিবাসটি দেখতে অনেকেই আসছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়