শিরোনাম
◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৫, ০৭:৪০ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসে বিবস্ত্র ও জিম্মি করে মুক্তিপণ আদায়, মূলহোতা গ্রেফতার

ইতালি পাঠানোর নামে ২৭ জনকে লিবিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে জিম্মি ও নির্যাতন করে পরিবারের নিকট থেকে মুক্তিপণ আদায় করা চক্রের মূলহোতা জাহিদ হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ৩টায় র‌্যাব কার্যালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে নওগাঁর রানীনগর উপজেলার সিংগারা পাড়ার নিজ বাড়ি হতে জাহিদকে গ্রেফতার করা হয়।

মাসুদ পারভেজ জানান, জাহিদ তিউনেশিয়া ও লিবিয়ায় অবস্থান করে আঙুর বাগান ও বিভিন্ন মার্কেটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দাবি করতেন তিনি ইতালি থাকেন। কুড়িগ্রাম জেলার বাসিন্দা ইয়াকুব আলী সেই ভিডিও দেখে ইতালি যাওয়ার জন্য যোগাযোগ করেন জাহিদের সঙ্গে। একপর্যায়ে জাহিদ ২০ লাখ টাকার বিনিময়ে ইয়াকুবকে ইতালি নিয়ে যাওয়ার  প্রলোভন দেখায়। পরে পাঁচ লাখ টাকা নিয়ে ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর ইয়াকুব সহ ২৭ জনকে একটি ফ্লাইটে দুবাই নিয়ে যান। দুবাই হতে ফ্লাইটে নাইজার নিয়ে সড়ক পথে আলজেরিয়া গেলে সেদেশের পুলিশ সকলকে আটক করে।
 
২১ দিন জেল খেটে মুক্তি পাওয়ায় পর তাদের তিউনিশিয়া হতে লিবিয়া নিয়ে একটি বাড়িতে জিম্মি করে জাহিদের নেতৃত্বে ১০ জনের একটি গ্রুপ। পরে তাদের নির্যাতন ও বিবস্ত্র করে ছবি এবং ভিডিও ধারণ করে দেশে পরিবারের সদস্যদের নিকট পাঠায়। ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে নানাভাবে সেই টাকা আদায় করে।

সেসময় মুক্তিপণ দাবি করার সংবাদ দেশের গণমাধ্যমে প্রচার হলে লিবিয়ায় অবস্থিত দূতাবাস ইয়াকুবদের উদ্ধার করে বাংলাদেশে ফেরত পাঠায়। চলতি বছরে ইয়াকুব কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন। এদিকে একই সময় দেশে আসেন জাহিদ। পরে গোপন সংবাদের ভিত্তিতে জাহিদকে গ্রেফতার করে র‌্যাব।
 
র‍্যাব জানিয়েছে, জাহিদকে কুড়িগ্রাম থানায় সোপর্দ করা হবে। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়