শিরোনাম
◈ এইচএসসি পরীক্ষা স্থগিত ও নিজের পদত্যাগ বিষয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা ◈ নির্বাচনের পথে সরকার এগোচ্ছে, তবে অনভিজ্ঞতা ও ইগো বড় বাধা — মির্জা ফখরুল ◈ ছোট্ট ফুলগুলোকে নিয়ে খেলবেন না”—মর্মস্পর্শী আহ্বান মাইলস্টোনের শিক্ষিকার ◈ মাইলস্টোনে চালু হচ্ছে নিয়ন্ত্রণ কক্ষ, প্রতিদিন জানানো হবে আহত ও মৃতের সংখ্যা: প্রেস সচিব ◈ মাইলস্টোনে বিমান বি'ধ্বস্তের সিসিটিভির দৃশ্য (ভিডিও) ◈ চাঁদা না দেয়ায় খুলে নেয়া হলো হাসপাতালের মালামাল! (ভিডিও) ◈ বড় সমাবেশ থেকে জামায়াতের কী বার্তা দিল? ◈ কোনো বাবা-মা কী বলেছেন সরকারের কাছে আমাদের টাকা লাগবে, প্রশ্ন সালমান মুক্তাদির (ভিডিও) ◈ রংপুরে চীনা প্রতিনিধি দল বিএনপি নেতাদের কাছে প্রশ্ন করে জনগণ কেন বিএনপিকে ভোট দেবে? ◈ নাটোরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৫, ০৭:২৩ বিকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন দফা দাবিতে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল একাডেমিক শাটডাউন

নিনা আফরিন ,পটুয়াখালী : তিন দফা দাবি আদায়ে আজও  অবস্থান এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

শনিবার সকালে পটুয়াখালী মেডিকেল কলেজের একাডেমিক ভবনের সামনে কর্মবিরতি ও একাডেমিক শাটডাউন করে অবস্থান নিয়ে  মানব বন্ধন করেন ইন্টার্ন চিকিৎসক, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এসময় তারা তাদের দাবি আদায়ে নানা শ্লোগান দেন। ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে বক্তব্য রাখেন ডাঃ সবুর সুমন, ডাঃ সুমাইয়া সাইমা শর্মী, ডাঃ স্বর্না মজুমদার প্রমুখ বক্তারা বলেন দির্ঘদিন ধরে ক্যাম্পাসে আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি।

গত ১৪ এপ্রিল হাসপাতালে এক রোগীর মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে আমাদের কর্মকান্ডকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হলেও তাদের প্রতিবেদন  প্রকাশের আগেই আমাদের এক শিক্ষককে ওএসডি করা হয়েছে। রবিবারের মধ্যে এ ঘটনার সুষ্ঠু তদন্ত  প্রতিবেদন প্রকাশ করে প্রকৃত দোষীদের বিচার করতে হবে। এছাড়া দ্রুত সময়ের মধ্যে পূর্নাঙ্গ ৫০০ শয্যা হাসপাতাল চালু ও প্রয়োজনীয় লোকবল নিয়োগের দাবি জানান তারা। দফায় দফায় আস্বাস দেয়া হলেও তা বাস্তবায়ন করা হচ্ছেনা। তাই আগামী ৪৮ ঘন্টার মধ্যে এ দাবি সমূহ বাস্তবায়নে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেয়া হলে,

একাডেমিক শাটডাউন, হাসপাতাল আউটডোর বন্ধ এবং ইন্টার্ন চিকিৎসক ও নার্সদের কর্মবিরতি ঘোষণা করা হবে। পরে মেডিকেল কলেজ অধ্যক্ষের বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা। 

এ বিষয়ে সহমত প্রকাশ করে পমেক উপাধ্যক্ষ এ এফ এম আতিকুর রহমান বলেন, চিকিৎসার মান উন্নয়নে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের এদাবি যৌক্তিক। দ্রুত সময়ের মধ্যে হাসপাতালের নিরাপত্তা প্রদান ও প্রকৃত দোষীদের শাস্তির আওতায় আনা হলে চিকিৎসকরা তাদের কর্মস্থলে এবং শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাবে। এছাড়া ৫০০ শয্য হাসপাতালের কাজ শেষে আগামী জুলাই মাসে হস্তান্তর করা হবে এরপর সেটি চালু হবে। তবে লোকবল নিয়োগের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়