শিরোনাম
◈ আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক: বিনিময় হার নিয়ে কোনো সমঝোতা ছাড়াই শেষ ◈ গ্যাসসংকট: কমছে শিল্প উৎপাদন, প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে ◈ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তৌহিদ হোসেনের ফোনালাপ, কী কথা হলো? ◈ ইউরোপীয় ইউনিয়নে অর্থের বিনিময়ে নাগরিকত্বের সুযোগ শেষ ◈ দেশের পথে খালেদা জিয়া ◈ টানা দুই দফা কমার পর আবারও বাড়লো স্বর্ণের দাম, ভরি কত? ◈ আদানি পাওয়ারের কাছে বাংলাদেশের বকেয়া প্রায় ৯০ কোটি ডলার! ◈ তথ্য-উপাত্ত সঠিক না থাকায় ফ্যাসাদ তৈরি হচ্ছে : বাণিজ্য উপদেষ্টা ◈ চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ ছাড়া সমস্যা নিরসন হবে না: প্রধান উপদেষ্টা ◈ বাতাসের মান যাচাইয়ে রাজধানীর ২৫ যায়গায় বসবে আধুনিক যন্ত্র: ডিএনসিসি  

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৫, ০৬:০৪ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসহায় পিতাকে খাওয়ার দেওয়ায় দম্পতির ওপর সন্তানদের হামলা! 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে অসহায় ব্যক্তিকে খাবার দেওয়াকে কেন্দ্র করে মো. বাবুল নামের এক সরকার কর্মচারী ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মারধরের একপর্যায়ে বাবুলকে ছুরিকাঘাত করা হয়।
 
শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার উত্তর বাঞ্চানগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই দম্পতিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রাতেই বাবুলের স্ত্রী রুবি আক্তার বাদী হয়ে চারজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় আরও চারজনের বিরুদ্ধে সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন জুয়েল হোসেন, মো. শান্ত, মো. রাকিব ও মো. রাসেল। এরমধ্যে জুয়েল ও শান্ত উত্তর বাঞ্চানগর এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

আহত বাবুল লক্ষ্মীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (এমএলএসএস) অফিস সহকারী ও উত্তর বাঞ্চানগর ছেরাগ আলী জমাদার বাড়ির মো. শাহাবুদ্দিনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী বাবুল এবং অভিযুক্ত জুয়েল ও শান্ত সম্পর্কে প্রতিবেশী। জুয়েল-শান্ত তাদের বাবা ইসমাইলকে খাবার দেন না। প্রায়ই তারা তাকে মারধর করেন। ইসমাইল প্রায়ই বাবুলের বাড়িতে গিয়ে খুঁটিনাটি কাজ করে দেন এবং খাবার খান। এতে বিভিন্ন সময় বাবুলকে শান্ত ও জুয়েল মারধরের হুমকি দেন। এর জের ধরেই ঘটনার সময় বাবুল বাড়ির সামনের চায়ের দোকানে গেলে পরিকল্পিতভাবে তারা হামলা চালান।

চিৎকার শুনে স্বামীকে বাঁচাতে গেলে রুবিকেও তারা মারধর করেন। একপর্যায়ে তারা বাবুলের কপালসহ শরীরের বিভিন্ন অংশে ছুরি দিয়ে আঘাত করেন। এতে তার শরীরে রক্তাক্ত জখম হয়।

রুবি আক্তার বলেন, ‘অসহায় ইসমাইলকে মাঝে মধ্যে খাবার খাওয়ানোর কারণেই তার ছেলেদের নেতৃত্বে আমার স্বামীর ওপর হামলা করা হয়। হামলাকারীরা কিশোর গ্যাং হিসেবে পরিচিতি। আশপাশের লোকজন ছুটে না এলে তারা আমার স্বামীকে মেরে ফেলতো।’

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়