শিরোনাম
◈ টানা ১০ দিন ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ◈ মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: ভুয়া তথ্য ছড়ানোয় ক্ষোভ, শিল্পীদের দায়িত্বশীলতার আহ্বান ফারুকীর ◈ টিফিন দিতে পারিনি বলেই হয়তো বেঁচে গেছে আমার ছেলেটা ◈ নেইমার চতুর্থবার বাবা হ‌লেন, বিশেষ উপহার পাঠালো পিএসজি ◈ পি‌সি‌বি সভাপ‌তির সঙ্গে সিরিজ বাড়ানো নিয়ে কথা বলবেন বি‌সি‌বি সভপ‌তি বুলবুল ◈ লিও‌নেল মেসি কি সর্বকালের সেরা ফ্রি কিক টেকার ◈ অশ্রুতে ভাসছে উত্তরার আকাশ-বাতাস: নিহত বেড়ে ৩২, অনেকের অবস্থা আশঙ্কাজনক ◈ মাইলস্টোন দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসায় ঢাকায় পৌঁছেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল ◈ ইংরেজিতে সচিবালয় বানান করতে পারলে তোমাকে ছেড়ে দেব, শিক্ষার্থীকে ডিসি মাসুদ (ভিডিও) ◈ মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: ৬ অজ্ঞাত মরদেহ শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ০৯:৫৬ রাত
আপডেট : ০৫ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় অটোরিকশা ডোবায় পড়ে চালক নিহত

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ডোবায় পড়ে মো. আল আমিন (২৭) নামে এক চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আল আমিন পার্শ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার টাকই গ্রামের রোমান মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক।

তিনি জানান, ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজার থেকে আলু ও রসুন বোঝাই একটি ব্যাটারিচালিত অটোরিকশা বুড়িচং বাজারের নোয়াপাড়া এলাকায় পৌঁছালে একটি ব্রিজের কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে যায়। এতে চালক আল আমিন অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশায় অতিরিক্ত মালামাল থাকার কারণে ব্রিজে ওঠার সময় সেটি ভারসাম্য হারিয়ে ডোবায় পড়ে যায়। অতিরিক্ত মালামাল থাকায় চালককে উদ্ধার করতে দেরি হয়, ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে বুড়িচং থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি জব্দ করে।

নিহত আল আমিন ছিলেন বাবা-মায়ের একমাত্র সন্তান এবং পরিবারের একমাত্র উপার্জনকারী। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে, এলাকাবাসীর মাঝেও শোক ও বিষাদের পরিবেশ বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়