শিরোনাম
◈ ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত ◈ যে কারণে ফিরছেন না তারেক রহমান, যা বলছেন বিএনপি নেতারা ◈ হামাস থেকে মুক্তির পর নিজদেশ ইসরায়েলে ধর্ষণের শিকার শেম ◈ যুদ্ধের আশঙ্কায় যুবক-ছাত্রদের ট্রেনিং দিচ্ছে ভারত ◈ একদিনেই চার দেশে হামলা চালিয়েছে ইসরায়েল ◈ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে খালেদা জিয়ার দেশে ফেরা আরো সহায়ক হবে: মির্জা ফখরুল ◈ বিমানবন্দর থেকে ফিরোজার উদ্দেশে রওনা দিয়েছেন খালেদা জিয়া ◈ ‌রিয়াল মা‌দ্রিদ ছে‌ড়ে দি‌চ্ছে আন‌চেল‌ত্তিকে, ব্রাজিলের কোচ হতে আর বাধা নেই ◈ আর্জেন্টনার বিস্ময়বালক, যা‌কে দ‌লে নি‌তে রিয়াল মাদ্রিদসহ অ‌নেক ক্লা‌বের লড়াই চল‌ছে ◈ সেনাবাহিনীর মেজর পরিচয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে বিয়ে, অতঃপর..

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ০৯:৪৭ রাত
আপডেট : ০৪ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পার্বতীপুরে আওয়ামী লীগের চার নেতা সহ ১৩ জন আটক

মোঃ রুকুনুজ্জামান, পার্বতীপুর( দিনাজপুর) প্রতিনিধি : সারাদেশে অপারেশন ডেভিল হান্টের আওতায় পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের ৪ জন ওয়ার্ড সভাপতি,সম্পাদক সহ বিভিন্ন মামলায় ১২ জনকে গ্রফতার করে দিনাজপুর জেল হাজতে পাঠিযেছে পার্বতীপুর মডেল থানার পুলিশ।

জানা যায, গতকাল বৃহস্পতিবার দিরাগত গভির রাতে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনর্চাজ সালামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিযে ডেভিল হান্টসহ বিভিন্ন মামলার ১৩ জনে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের ৯নং ইউনিয়ন ৯নং ওয়ার্ড সভাপতি মোঃ ফরহাদ আলী(৪৬) পিতা মোঃ ফরমান আলী সাং পাতিগ্রাম,মোঃ আতিবুর রহমান (৫৮ ) শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক ৯নং ইউপি আওয়ামী লীগ পিতা মৃত শাহাবুদ্দিন সাং শাহা গ্রাম (৫০), মোঃ তানভীর আলম চৌধুরী (৪২) ৭নং ইউপি ৯নং ওয়ার্ড যুবলীগ পিতা মৃত আব্দুল লতিফ চৌধুরী সাং হরিহরপুর বালুপাড়া , মোঃমিনহাজুল আলম সরকার (৪২) সভাপতি৭নং ইউপি ৯নং ওয়ার্ড যুবলীগ পিতা মোঃ সিরাজুল সরকার হরিহর পুর বালুপাড়া কে স্ব স্ব বাড়ি থেকে গ্রেফতার করে।

রাজনৈতিক মামলা ও গত ৩/৯/২০২৪ইং তারিখের সরকার পাড়া এলাকার একটি মামলায় আটক দেখানো হয়েছে। অন্যান্য আসামীরা হলেন,উত্তর শালন্দার দঃ মন্ডল পাড়া গ্রামের রেজাউল করিম ওরফেবাচ্চুর পুত্র ইব্রাহিম মন্ডল (২০), সাদেকুল ইসলামের পুত্র রিফাত(১৮), মুকুল মন্ডলের পুত্র সেলিম হোসেন(২৪), ধুপিপাড়া জয়নাল মন্ডলের পুত্র হিরো মন্ডল (৩৪), উত্তর রসুলপুর গ্রামের রফিক ইসরামের পুত্র শফিকুল ইসরাম ওরফে হেলাল(৪৫), কুলিপাড়া গ্রামের আমিনুল ইসলামের পুত্র সাহাদুল ইসলাম(২৪), খোড়াখাইপীরপাড়া গ্রামের ইয়াছিন আলী পীরের পুত্র মোস্তাফিজুর রহমান ইউসুবপুর নয়াপাড়া গ্রামের বাহার উদ্দিনের পুত্র কোরবার আলী(৪২)।

আজ শুক্রবার বিকাল ৩ টায় গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এদিকে উপজেলার বিভিন্ন এলাকার অন্য মামলার আরো ৯জন আসামীকে আটক করে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়