শিরোনাম
◈ এক সপ্তাহের মধ্যে নতুন সাইবার আইন কার্যকর: আসিফ নজরুল ◈ সাকিব-শিশিরের বিচ্ছেদের গুঞ্জন! যা জানা গেল ◈ কবে থেকে ঈদের ছুটি, জানালেন উপদেষ্টা রিজওয়ানা হাসান ◈ মিয়ানমার থেকে মাতারবাড়ী: বঙ্গোপসাগর ঘিরে চীন-ভারত প্রতিযোগিতা ও আঞ্চলিক জোটের নতুন সম্ভাবনা ◈ জামিনে মুক্তি পেয়ে বিএনপির ৬ জনকে কোপাল যুবলীগ নেতা! ◈ রাজনৈতিক দলগুলোর সাথে ১৫ মে'র মধ্যে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করতে চায় কমিশন ◈ মার্কিন শুল্ক নীতিতে হুমকির মুখে বাংলাদেশের পোশাক খাত, উদ্বেগ-উৎকণ্ঠায় শ্রমিকরা: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ এবার ব্রাহ্মণবাড়িয়ায় টর্নেডো, বিরল ছবি ধরা পড়ল মোবাইলে ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের ফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে আজ রা‌তে বা‌র্সেলো ও ইন্টার মিলান মু‌খোমু‌খি ◈ ঈদুল আজহা উপলক্ষে ছুটি ১০ দিন: প্রেস সচিব

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ০৮:৪৩ রাত
আপডেট : ০৪ মে, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

"সুবিধাবঞ্চিত শিশুদের সমাজের মূলস্রোতে ফেরাতে দুই উপদেষ্টার গুরুত্বারোপ, সমাজে শিশুদের অধিকার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান"

এম.ইউছুপ রেজা, চট্টগ্রাম : ‘‘একটি নিরাপদ আশ্রয় ও সুন্দর ভবিষ্যৎ সকল শিশুর অধিকার’’ প্রতিপাদ্য নিয়ে নগরীর মেট্রোপলিটন শুটিং ক্লাবে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সমাজের মূলধারায় তাদের ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

ফারুক ই আজম বলেন, "যেকোনো সমাজ গঠন একটি শ্রেণিকে বঞ্চিত রেখে সম্ভব নয়। সরকার সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। শিক্ষা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।"

তিনি আরও বলেন, "সমাজের এ পরিত্যাজ্যতা পথশিশুদের মনে ক্ষোভ তৈরি করেছে, যার কারণে তারা অপরাধের দিকে ঠেলে গেছে। পুলিশকেই প্রথমে তাদের হৃদয়ের কাছে পৌঁছাতে হবে, তবেই তাদের সমাজে অন্তর্ভুক্তি সম্ভব হবে।"

শারমীন এস মুরশিদ মন্তব্য করেন, "যে দেশ শিশুদের সুরক্ষিত রাখতে পারে না, সে দেশ সফল হতে পারে না। বাংলাদেশকে শিশুদের জন্য একটি নিরাপদ দেশ হিসেবে গড়ে তুলতে হবে। দরিদ্র শিশুদের বিনামূল্যে শিক্ষা, বাসস্থান এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সরকারের পাশাপাশি কমিউনিটিকে আরও বেশি দায়িত্ব নিতে হবে।"

সভায় আরও বক্তব্য রাখেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ, চসিক মেয়র ড. শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম এবং দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়