শিরোনাম
◈ এইচএসসি পরীক্ষা স্থগিত ও নিজের পদত্যাগ বিষয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা ◈ নির্বাচনের পথে সরকার এগোচ্ছে, তবে অনভিজ্ঞতা ও ইগো বড় বাধা — মির্জা ফখরুল ◈ ছোট্ট ফুলগুলোকে নিয়ে খেলবেন না”—মর্মস্পর্শী আহ্বান মাইলস্টোনের শিক্ষিকার ◈ মাইলস্টোনে চালু হচ্ছে নিয়ন্ত্রণ কক্ষ, প্রতিদিন জানানো হবে আহত ও মৃতের সংখ্যা: প্রেস সচিব ◈ মাইলস্টোনে বিমান বি'ধ্বস্তের সিসিটিভির দৃশ্য (ভিডিও) ◈ চাঁদা না দেয়ায় খুলে নেয়া হলো হাসপাতালের মালামাল! (ভিডিও) ◈ বড় সমাবেশ থেকে জামায়াতের কী বার্তা দিল? ◈ কোনো বাবা-মা কী বলেছেন সরকারের কাছে আমাদের টাকা লাগবে, প্রশ্ন সালমান মুক্তাদির (ভিডিও) ◈ রংপুরে চীনা প্রতিনিধি দল বিএনপি নেতাদের কাছে প্রশ্ন করে জনগণ কেন বিএনপিকে ভোট দেবে? ◈ নাটোরে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ১২:০৯ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগে কলেজ ছাত্র কারাগারে

স্টাফ রিপোর্টার (যশোর): যশোরের বেনাপোলে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীকে  ধর্ষণের অভিযোগে কলেজছাত্র আফনান তাহসিন স্বপ্নীলকে  কারাগারে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার(১৭ এপ্রিল) পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এর আগে গত ১৫ এপ্রিল ভুক্তভোগী একই কলেজের এক শিক্ষার্থী বাদী হয়ে কোতোয়ালি থানায় ধর্ষনের অভিযোগ দায়ের করে। পরে  ১৬ এপ্রিল তাকে যশোর শহরের শিল্পকলা অ্যাকাডেমির সামনে থেকে পুলিশ তাকে  গ্রেফতার  করে।  

স্বপ্নীল বেনাপোল পোর্টথানার বড় আচঁড়া গ্রামের আজমত আলীর ছেলে এবং যশোর এমএম কলেজের ইংরেজি সাহিত্যের প্রথম বর্ষের শিক্ষার্থী।

মামলার অভিযোগে উল্লেখ করা হয়, তিনি যশোর এমএম কলেজের লেখাপাড়ার সুবাদে শহরের একটি মেসে থাকেন। স্বপ্নীলও শহরের একটি মেসে থাকে। কলেজ ক্যাম্পাসে স্বপ্নীলে সাথে পরিচয় এবং প্রেম হয়। গত ৪ এপ্রিল রাত ১১টার দিকে স্বপ্নীল ফোন দিয়ে বলে তার আম্মা অসুস্থ। তাকে দেখভালের জন্য বাড়িতে কেউ নেই।

তাকে আসতে বলেন স্বপ্নিল। তিনি মানবিক কারনে পরদিন সকালে ট্রেনে করে বেনাপোলে যান। যেয়ে দেখেন তার মা কিছুটা অসুস্থ। ওইদিন রাত ১১টার দিকে স্বপ্নীল সোফার রুম থেকে কৌশলে তার রুমে নিয়ে যায়। এবং রুমে নিয়ে দুইদফা ধর্ষণ করে। পরদিন সকালে স্বপ্নীলের মাকে বললে তিনি মানসম্মানের ভয়ে ঘটনাটি চেপে যেতে বলেন।

পরির্তীতে ১০ এপ্রিল দুপুরে সরি বলার জন্য স্বপ্নীল তাকে তার রুমে ডেকে নিয়ে যায়। এবং বলে তার সাথে যা কিছু হয়েছে তা ভিডিও করে রাখা হয়েছে। কিছু বললে তা ইন্টারনেটে ছড়িয়ে দেয়া হবে। এই বলে ফের ধর্ষণ করে। তিনি বিষয়টি ফের স্বপ্নীলের মাকে বলেন। কিন্তু কোনো প্রতিকার পাননি। বাধ্য হয়ে গত ১৫ এপ্রিল তিনি যশোর জেনারেল হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে থানায় মামলা করেন।

এ বিষয়ে কোতয়ালি থানার এসআই দেবাশীষ হালদার জানিয়েছেন, মামলা হওয়ার পর গত বুধবার  জেলা শিল্পকলা অ্যাকাডেমির সামনে থেকে স্বপ্নীলকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়