শিরোনাম
◈ পাইলট বিমানটি ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর ◈ মা, আমার সব জ্বলে’ — স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ ইউশা ◈ সাগারিকার এক হালিতে বিধ্বস্ত নেপাল, সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ সুন্দরবনের উপকূলে চার শতাব্দীর পুরনো কালীবাড়ি-শিববাড়ি পরিণত হতে যাচ্ছে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যে ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বর্ষায় প্রাণ ফেরে বাধালের নৌকার হাটে ◈ সাপের কামড় খেয়ে সাপ নিয়ে হাসপাতালে হাজির তিনজন ◈ কুড়িগ্রামে বিপৎসীমার অতি কাছে তিস্তা নদীর পানি ◈ উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানে সমস্যা আঁচ করেন পাইলট তৌকির ইসলাম, জানিয়েছিলেন কন্ট্রোল রুমেও ◈ শনাক্ত মৃতেদহ পরিবারের কাছে দ্রুত হস্তান্তর করা হবে: প্রধান উপদেষ্টার কার্যালয় ◈ কুড়িগ্রামের ৭ উপজেলায় নির্মিত হচ্ছে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ০৬:৫৫ বিকাল
আপডেট : ১২ জুলাই, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নগরকান্দায় এসএসসির ২৩ পরীক্ষার্থী বহিষ্কার 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দায় একটি কেন্দ্রের ২৩ জন এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে ১২ টার দিকে নগরকান্দার সৈয়দা সাজেদা চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তাদের বহিষ্কার করা হয়। 

জানা যায়, মঙ্গলবার সকাল ১০ টায় সৈয়দা সাজেদা চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। পরে অসদুপায় অবলম্বন করায় ২৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মো. আত্তাপ হোসেন বলেন, অসদুপায় অবলম্বন করায় ইউএনও'র নির্দেশে ২৩ জন এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তারা সবাই নগরকান্দার বিভিন্ন স্কুলের শিক্ষার্থী। 

এ ব্যাপারে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবিরের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য জানা সম্ভব হয়নি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়