শিরোনাম
◈ ভারত-পাকিস্তান যুদ্ধ মার্কিন কৌশলগত স্বার্থের ক্ষতি করবে ◈ সোহান ও অঙ্কনের সেঞ্চুরি, নিউ‌জিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিতলো বাংলাদেশ এ’ দল ◈ ‘বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত’ ◈ যে কারণে ভারত বনাম পাকিস্তান যুদ্ধ, যুক্তরাষ্ট্র বনাম চীন যুদ্ধও! ◈ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের প্রস্তাব ইসলামী আন্দোলনের ◈ ভারত-পাকিস্তান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় ◈ ভারত-পাকিস্তান সংঘাত: সীমান্ত জেলার পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশ আইজিপির ◈ ভারতের হামলায় মাসুদ আজহার পরিবারের ১০ সদস্য নিহত: বিবিসি ◈ ‘অপারেশন সিঁদুর’ নিয়ে ব্রিফ করা কে এই কর্নেল সোফিয়া কুরেশি, যা জানাগেল ◈ অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ছাড়ালো ১৬ লাখ

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ০৬:৪৩ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে গার্মেন্টসে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে কর্ম বিরতি

মো:আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে : ঢাকার ধামরাইয়ে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ৭৫ শ্রমিককে ছাঁটাইয়ের প্রতিবাদে মাহমুদা এ্যাটায়ার্স লিঃ (রাইজিং)গার্মেন্টসে কর্ম বিরতি পালন করেছেন শ্রমিকরা। আজ মঙ্গলবার (১৫এপ্রিল) বিকেল ৪টার দিকে ধামরাই উপজেলার সূতিপাড়া ইউনিয়নের বালিথা এলাকায় মাহমুদা এ্যাটায়ার্স লিঃ (রাইজিং) গার্মেন্টসে কর্ম বিরতি পালন করেন কারখানাটির প্রায় ৪শতাধিক শ্রমিরা। 

এর আগে রোববার(১৩এপ্রিল) ৭৫জন শ্রমিককে বরখাস্তের আদেশ দেন কারকানার কৃর্তৃপক্ষ।  কিন্তু ৭৫জন শ্রমিকের বরখাস্তের আদেশ প্রত্যাহারের দাবিতে বিকাল পর্যন্ত কর্ম বিরতি পালন করেন শ্রমিকরা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়ার কথা বলায় ৭৫জন শ্রমিককে বরখাস্ত করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন কারখানা কৃর্তৃপক্ষ। এই আদেশ প্রত্যাহার করা না হলে কাজে যোগ দিবেন না বলে জানিছে আন্দোলনরত শ্রমিরা।কারকানার কৃর্তৃপক্ষ বরখাস্তকৃত ৭৫জন শ্রমিক ছাড়া বাকিদের কাজে যোগদানের কথা বলেছেন কৃর্তৃপক্ষ। তবে ৭৫জন শ্রমিকের বিষয়ে কারখানা কৃর্তৃপক্ষ ও শ্রমিকরা দুই পক্ষই অনড় থাকায় কোন সুরাহা হচ্ছে না।

এই বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, শ্রমিকদেও দাবি দাওয়ার বিষয়ে শ্রমিক নিয়ে কারখানা কৃর্তৃপক্ষের সাথে কয়েক দফা বৈঠক হয়েছে। কিন্তু কোন সুরাহা করা হচ্ছে না।

এই বিষয়ে মাহমুদা এ্যাটায়ার্স লিঃ এর ব্যবস্থাপনা  পরিচালক মোঃ চৌধুরী আলম শেখ সাংবাকিদদের বলেন, আমরা শ্রমিক আইনের ২৬ধারা অনুযায়ী শ্রমিকদের সকল পাওয়ানাদী পরিশোধ করে শ্রমিকদের বরখাস্ত করা হয়েছে। কিন্তু তারা সেই আইন না মেনে আজ কর্ম বিরতি করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়