শিরোনাম
◈ পাইলট বিমানটি ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর ◈ মা, আমার সব জ্বলে’ — স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ ইউশা ◈ সাগারিকার এক হালিতে বিধ্বস্ত নেপাল, সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ সুন্দরবনের উপকূলে চার শতাব্দীর পুরনো কালীবাড়ি-শিববাড়ি পরিণত হতে যাচ্ছে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যে ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বর্ষায় প্রাণ ফেরে বাধালের নৌকার হাটে ◈ সাপের কামড় খেয়ে সাপ নিয়ে হাসপাতালে হাজির তিনজন ◈ কুড়িগ্রামে বিপৎসীমার অতি কাছে তিস্তা নদীর পানি ◈ উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানে সমস্যা আঁচ করেন পাইলট তৌকির ইসলাম, জানিয়েছিলেন কন্ট্রোল রুমেও ◈ শনাক্ত মৃতেদহ পরিবারের কাছে দ্রুত হস্তান্তর করা হবে: প্রধান উপদেষ্টার কার্যালয় ◈ কুড়িগ্রামের ৭ উপজেলায় নির্মিত হচ্ছে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫, ০৮:২২ রাত
আপডেট : ১২ জুলাই, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারের সাবেক ছাত্রলীগের শীর্ষ সন্ত্রাসী তুষার গ্রেপ্তার

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজার সহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি ছাত্রদের উপর হামলা ও গুলি চালানোর অভিযোগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা আনিসুল ইসলাম চৌধুরী তুষারকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ।

রবিবার (১৩ এপ্রিল) রাত ১০টার সময় শহরের বড়হাট এলাকার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আনিসুল ইসলাম চৌধুরী তুষার বড়হাট এলাকার সাবেক পৌর কাউন্সিলর মৃত আতিকুল ইসলাম চৌধুরীর ছেলে।

জানা যায়, তুষার আওয়ামী লীগ আমলে মৌলভীবাজার শহরের ত্রাস ও শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত পায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি ছাত্রদের উপর হামলা ও গুলি চালানোর অভিযোগ রয়েছে তার‌ বিরুদ্ধে। সর্বশেষ তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। মৌলভীবাজার শহরের আলোচিত দুই ছাত্রলীগ কর্মী শাবাব-মাহি খুনের ঘটনায় প্রধান আসামি আনিসুল ইসলাম তুষার।

মৌলভীবাজারে বিভিন্ন রাজনৈতিক সংঘাতের ঘটনার নেপথ্যে রয়েছে তুষার গ্ৰুপে। আধিপত্য। ১৮ জুলাই ছাত্রদের আন্দোলনে হামলা চালায় তুষার বাহিনী। সর্বশেষ ৪ আগস্ট মৌলভীবাজার শহরের চৌমুহনায় ছাত্র-জনতার ওপর গুলি চালায় তুষার।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়