শিরোনাম
◈ পাইলট বিমানটি ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর ◈ মা, আমার সব জ্বলে’ — স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ ইউশা ◈ সাগারিকার এক হালিতে বিধ্বস্ত নেপাল, সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ সুন্দরবনের উপকূলে চার শতাব্দীর পুরনো কালীবাড়ি-শিববাড়ি পরিণত হতে যাচ্ছে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যে ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বর্ষায় প্রাণ ফেরে বাধালের নৌকার হাটে ◈ সাপের কামড় খেয়ে সাপ নিয়ে হাসপাতালে হাজির তিনজন ◈ কুড়িগ্রামে বিপৎসীমার অতি কাছে তিস্তা নদীর পানি ◈ উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানে সমস্যা আঁচ করেন পাইলট তৌকির ইসলাম, জানিয়েছিলেন কন্ট্রোল রুমেও ◈ শনাক্ত মৃতেদহ পরিবারের কাছে দ্রুত হস্তান্তর করা হবে: প্রধান উপদেষ্টার কার্যালয় ◈ কুড়িগ্রামের ৭ উপজেলায় নির্মিত হচ্ছে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ১০:১১ রাত
আপডেট : ০৮ জুন, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে সহিংসতা ও বিস্ফোরণের অভিযোগে গ্রেপ্তার ৩

ইফতেখার আলম বিশাল : রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে মোট ২৫ জনকে গ্রেপ্তার করেছে।

গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে সহিংসতা, বিস্ফোরণ, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও নিয়মিত অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক সংক্রান্ত মামলায় ২ জন এবং অন্যান্য অপরাধে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন: ফজর আলী (৫৭) – পবা থানার উজিরপুকুর এলাকার নেয়ামত আলীর ছেলে। তিনি ৮ নম্বর পারিলা ইউনিয়ন ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।

মো. শিমুল (৩৫) – বোয়ালিয়া থানার বাশার রোড এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে ও আওয়ামী লীগ কর্মী। মো. রফিকুল ইসলাম (৫০) – বোয়ালিয়া থানার টিকা পাড়া এলাকার মৃত শামসুদ্দিনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আরএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীতে অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়