শিরোনাম
◈ পাইলট বিমানটি ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর ◈ মা, আমার সব জ্বলে’ — স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ ইউশা ◈ সাগারিকার এক হালিতে বিধ্বস্ত নেপাল, সাফে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ ◈ সুন্দরবনের উপকূলে চার শতাব্দীর পুরনো কালীবাড়ি-শিববাড়ি পরিণত হতে যাচ্ছে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যে ◈ বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলে বর্ষায় প্রাণ ফেরে বাধালের নৌকার হাটে ◈ সাপের কামড় খেয়ে সাপ নিয়ে হাসপাতালে হাজির তিনজন ◈ কুড়িগ্রামে বিপৎসীমার অতি কাছে তিস্তা নদীর পানি ◈ উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানে সমস্যা আঁচ করেন পাইলট তৌকির ইসলাম, জানিয়েছিলেন কন্ট্রোল রুমেও ◈ শনাক্ত মৃতেদহ পরিবারের কাছে দ্রুত হস্তান্তর করা হবে: প্রধান উপদেষ্টার কার্যালয় ◈ কুড়িগ্রামের ৭ উপজেলায় নির্মিত হচ্ছে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ০৫:৫৮ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে বিষ স্প্রে করে ঝলসে দিয়েছে ধান ক্ষেত

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত ঔষধ প্রয়োগ করে ৪৫ শতক জমির শীষ বের হওয়া আধা পাকা ইরি ধান ক্ষেত পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে আদমদীঘি উপজেলার করজবাড়ি গ্রামের জাহাঙ্গীর আলমের পত্তনী জমিতে এ ঘটনা ঘটায়।

আদমদীঘি উপজেলার করজবাড়ি গ্রামের আব্দুল জলিল জানায়, তার বিশিয়া মৌজার ৪৫ শতক জমি একই গ্রামের জাহাঙ্গীর আলমকে এক বছরের জন্য পত্তন দেন। জাহাঙ্গীর আলম ওই পত্তনী জমিতে চলতি ইরিবোরো ধান রোপন করে সেচ দেয়াসহ পরিচর্যা করে আসছিলেন। বর্তমানে ধান গাছে শীষ বের হয়ে আধা পাকা অবস্থায় রয়েছে। গত শুক্রবার কতিপয় ব্যক্তি ওই জমিতে গিয়ে বিষাক্ত ঘাঁষ মারা ঔষধ প্রয়োগ করেন। গতকাল শনিবার সকালে ওই জমিতে গিয়ে দেখা যায় ধান গাছ মরে  আধাপাকা ধান বিনষ্ট হয়েছে। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করা হয়। এ ব্যাপারে থানায় অবহিত করা হয়েছে বলে আব্দুল জলিল জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়