শিরোনাম
◈ জুলাই সনদ নিয়ে ভিন্নমত: বিএনপির ইতিবাচক সাড়া, জামায়াতের শর্ত, এনসিপির আইনি ভিত্তির দাবি ◈ বাংলাদেশে ২৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে হংকংভিত্তিক কোম্পানি হানডা ◈ ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনে মানবতাবিরোধী অপরাধের বিচার চায় বাংলাদেশ ◈ মানব পাচারের নতুন হাতিয়ার: প্রযুক্তি ও সোশ্যাল মিডিয়া ◈ প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নয়ন: বেতন-ভাতা বাড়ছে কত? ◈ পদ্মা পারাপারে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক: চরভদ্রাসনে স্পিডবোটে নিরাপত্তা জোরদারে প্রশাসনের কঠোর পদক্ষেপ ◈ সৌদি আরবে কর্মভিসা এখন আরও সহজ: দক্ষতার ভিত্তিতে নতুন সুযোগ ◈ বেনাপোল বন্দরে ক্যানসার আক্রান্ত পাসপোর্টধারীর ১৬ হাজার টাকা ছিনতাই ◈ “পুলিশ বাহিনীর মেরুদণ্ড আপনারা”, এসআইদের পেশাদার দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের ◈ ওয়াশিংটনে শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা বাণিজ্য আলোচনা

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ০১:৫৬ দুপুর
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীর ঘোড়াশালে মনোরম পরিবেশে গড়ে উঠেছে মিনি পার্ক

মাহবুব সৈয়দ,পলাশ(নরসিংদী)প্রতিনিধি : প্রাকৃতিক গ্রামীন মনোরম পরিবেশে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার করতাতৈল গ্রামে গড়ে উঠেছে ভাই ভাই মিনি পার্ক। সরেজমিনে গিয়ে দেখা যায়,প্রায় সাড়ে তিন বিঘা জমির উপরে নির্মিত মিনি পার্কটির পুকুরে দাড়িয়ে আছে বিশাল সাদা বক,মুখে মাছ নিয়ে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণের কেন্দ্র বিন্দু।

পার্কটিতে শিশুদের জন্য বিনামূল্যে ৪টি রাইড। সাদা গোলাপ,লাল গোলাপ,জবা,পেয়ারা ,আম ,লিচু রজনীগন্ধা সহ রয়েছে অসংখ্য ফুল,ফল ও ঔষধি গাছ।প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে ছোট শিশুদেরসহ পরিবার নিয়ে পার্কে ছুটে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

গ্রামীন পরিবেশে এখানে বিনা টিকিটে শিশুদের নিয়ে সময় পার করা যায় তাই স্থানীয় এলাকা সহ দূর দূরান্ত থেকেও এখানে দর্শনার্থীরা আসছে। শফিকুল ইসলাম নামে এক দর্শনার্থী জানান,পরিবার নিয়ে বিকেলে সময় কাটানোর মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে এই পার্কে,তবে পার্কে আরো কিছু রাইড যোগ করলে দর্শনার্থী বাড়বে।

ভাই ভাই মিনি পার্ক এর স্বত্বাধিকারী আসিফ মিয়া বলেন,পৌর শহরে কোন রকম বিনোদনের স্থান না থাকায় আমি এই উদ্যোগ গ্রহণ করেছি। শিশুরা বেড়ে উঠার মনোরম পরিবেশ সৃষ্টি করতে পেরেছি।সকলের সহযোগিতা পেলে আগামী দিন এই মিনি পার্কে বিভিন্ন রাইড সংযুক্ত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়