শিরোনাম
◈ ‘বুড়া অস্ত্র দিয়া আমার মানসম্মান শেষ করলি’- কারাবন্দী যুবদল নেতার স্ট্যাটাস ◈ ব্যাংকের বাইরে নগদ অর্থ বাড়ছে: আমানত প্রবৃদ্ধি আট শতাংশের নিচে, আস্থাহীনতায় ঋণ প্রবৃদ্ধিও কমছে ◈ এবার সৌদি আরব কৃত্রিম বৃষ্টি নামিয়ে শুষ্ক মরুভূমিকে সবুজ বানাবে! ◈ হামলার প্রতিবাদে বরিশালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ◈ ‘এক তালাক, দুই তালাক, তিন তালাক’ বলে প্রকাশ্যে স্ত্রী মারধর করলেন স্বামীকে, ভিডিও ভাইরাল ◈ এবার থাইল্যান্ডের ২ চিকিৎসকের স্বাস্থ্যসেবায় বিএমডিসির নিষেধাজ্ঞা ◈ বাংলাদেশি পর্যটক কমায় ধুঁকছে কলকাতার নিউমার্কেট, মেডিকেল ভিসায় ভরসা ব্যবসায়ীদের ◈ দরকষাকষিতে কে এগিয়ে বিএনপি না এনসিপি ◈ নেইমারকে নি‌য়ে সমকামবিদ্বেষী স্লোগান দেয়ায় ব্রাজিলিয়ান ক্লাবের ১১ লাখ টাকা জ‌রিমানা ◈ সাত অঞ্চলে দমকা হাওয়াসহ ঝড়ের সম্ভাবনা, ঢাকায় আকাশ মেঘলা ও বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ১২:৫৮ রাত
আপডেট : ১৪ আগস্ট, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুই সন্তানকে রেখে অন্য পুরুষের হাত ধরে চলে গেলেন স্ত্রী, দেশে ফিরে প্রবাসী স্বামীর কান্ডের ভিডিও ভাইরাল

ভাঙ্গায় স্বামী প্রবাসে থাকাকালীন তার স্ত্রী দুই সন্তানকে রেখে অন্য পুরুষের সঙ্গে চলে যাওয়ার খবর  পেয়ে দেশে এসে দুধ দিয়ে গোসল করার ভিডিও ভাইরাল হয়েছে। 

শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে শতাধিক লোকের উপস্থিতিতে ভাঙ্গার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামের প্রবাসী সিকদার মোহাম্মদ বদিউজ্জামান আনন্দের সঙ্গে ওই গোসল করেন। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, বদিউজ্জামান শিকদার প্রায় ২০ বছর ধরে সাইপ্রাস থাকেন।   সাম্প্রতিক কয়েক বছর ধরে প্রতি বছর দেশে আসতেন।

তিনি ২০০৭ সালে তার বাড়ি চুমুরদী  ইউনিয়নের পার্শ্ববর্তী ঘারুয়া ইউনিয়নে বিয়ে করেন। গত দুই মাস আগে এক ছেলে ও এক মেয়ে রেখে তার স্ত্রী অন্যের সঙ্গে চলে যায়। এতে মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েন স্বামী বদিউজ্জামান  বদু সিকদার। এরপর বউকে তালাক দেন।

শুক্রবার দুপুর ১২টার দিকে এলাকাবাসীকে ডেকে তিনি আনন্দের সঙ্গে এক মণ দুধ দিয়ে গোসল করেন।
বদিউজ্জামান সিকদার বদু বলেন, আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম। কিন্তু আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে যান। তাই আমি আজ দুধ দিয়ে গোসল করে নিজেকে পাপমুক্ত করলাম।

 এ ব্যাপারে চুমুরদী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য ওবায়দুর রহমান বলেন, বদু সিকদারের স্ত্রী গত দুই মাস আগে চলে গেছে। বদু সিকদার বউ যাওয়ার ১৫-২০ দিন পরে দেশে আসেন। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়