শিরোনাম
◈ জুমার নামাজের পর বড় কর্মসূচির ঘোষণা হাসনাতের, উত্তাল যমুনা, তৈরি হচ্ছে মঞ্চ ◈ যমুনার সামনে এখনো চলছে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ◈ আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাইনি, গ্রেপ্তার করার সময় বলেছেন আইভী ◈ পাকিস্তান-ভারত যুদ্ধ যেন পারমাণবিক যুদ্ধে পরিণত না হয়: যুক্তরাষ্ট্র ◈ পাক-ভারত সংঘাতের কার‌ণে ‌পিএসএল পাকিস্তান থেকে সরে গেলো আরব আ‌মিরা‌তে  ◈ অ‌নেক ঘাম ফে‌লে চেল‌সি কনফারেন্স লিগের ফাইনালে উঠ‌লো ◈ ইউরোপা লি‌গের ফাইনা‌লে ম্যানচেস্টার ইউনাইটেড ◈ আ.লীগ বা সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল ◈ ভারত বলছে তিনটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান, পাকিস্তানের অস্বীকার ◈ যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নয়, নিষিদ্ধ করতে হবে আ.লীগকে: নাহিদ ইসলাম

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫, ০৮:৫৬ রাত
আপডেট : ০৭ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে গোল্ডেন লাইন পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর : ফরিদপুরের বোয়ালমারীতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে গোল্ডেন লাইন পরিবহনকে
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী ১০ হাজার টাকা জরিমানা করেছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বোয়ালমারী পুরোনো বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে অবস্থিত গোল্ডেন লাইনের কাউন্টারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী এ  অভিযান পরিচালনা করেন।
 
এক যাত্রীর অভিযোগের প্রেক্ষিতে  নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত নির্ধারিত ভাড়া ৫০০ টাকার স্থলে ১০০ টাকা বেশি ভাড়া নেওয়ার প্রমাণ যায়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত বোয়ালমারীস্থ গোল্ডেন লাইন কাউন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
 
এ ব্যাপারে গোল্ডেন লাইনের বোয়ালমারী কাউন্টারের ব্যবস্থাপক গিয়াসউদ্দিন খান বলেন, “স্বাভাবিক সময় গোল্ডেন লাইনের নির্দিষ্ট ভাড়া ৫০০ টাকা। ঈদ উপলক্ষে টিকিটপ্রতি ১০০ টাকা বেশি নেওয়া হচ্ছে। কারণ, বোয়ালমারী থেকে প্রতিটি টিপ যাত্রী বোঝাই গেলেও ঢাকা থেকে ফিরতে হয় খালি গাড়ি নিয়ে।”
 
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী জানান, গোল্ডেন লাইন বাস কর্তৃপক্ষ যাত্রীদের কাছ থেকে ভাড়া বেশি নেওয়ায় এবং ভাড়ার তালিকা টানানো না থাকার কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়