শিরোনাম
◈ নেইমারকে নি‌য়ে সমকামবিদ্বেষী স্লোগান দেয়ায় ব্রাজিলিয়ান ক্লাবের ১১ লাখ টাকা জ‌রিমানা ◈ সাত অঞ্চলে দমকা হাওয়াসহ ঝড়ের সম্ভাবনা, ঢাকায় আকাশ মেঘলা ও বৃষ্টির পূর্বাভাস ◈ নির্বাচন নিয়ে ছাত্র রাজনীতি সরগরম, প্রচারে ছাত্রদল অনেকটা পিছিয়ে ◈ গাজা গণহত্যায় ইসরায়েলের প্রতি ভারতের প্রশ্নাতীত সমর্থন ◈ ইসরায়েলি হামলা এবং জোরপূর্বক অনাহারে গাজায় ৬২,০০০ ফিলিস্তিনি নিহত  ◈ পুতিনের সঙ্গে আলোচনায় বসতে রাজি জেলেনস্কি  ◈ পুতিন এবং জেলেনস্কির মধ্যে বৈঠকের ব্যবস্থা করছেন ট্রাম্প ◈ ‘এই যুদ্ধ আমার না’— শান্তির বার্তা দিলেন ট্রাম্প ◈ রপ্তানির সোনালি সুযোগ, কিন্তু চ্যালেঞ্জও কম নয় ◈ বিদেশযাত্রায় ইমিগ্রেশনে ঝুঁকি এড়াতে ভ্রমণকারীদের কখনোই এই ৭টি কথা বলা যাবে না, বললেই বিপদ!

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৫, ০৮:৫৪ রাত
আপডেট : ০৯ জুন, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

মোঃ রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রী হত্যার দায়ে জনি ইকবাল (৩৬) নামে একব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। বৃহস্পতিবার বিকেল ৩টায় আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান। দণ্ডপ্রাপ্ত জনি ইকবাল জেলার শিবগঞ্জ উপজেলার রসুলপুর-ঘোনটোলা গ্রামের এসাহাক মন্ডলের ছেলে। হত্যার শিকার ওই গৃহবধূ হলেন একই উপজেলার কমলাকান্তপুর- গড়েপাড়ার এসরাইল হোসেনের মেয়ে রোকসানা বেগম (২৭)।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওদুদ মামলার বরাত দিয়ে বলেন, ২০১৭ সালের ২ মে রোকসানা বেগমের সঙ্গে জনি ইকবালের বিয়ে হয়। তারপর থেকেই ঘরজামাই থাকতেন তিনি। বিয়ের পর তাদের মাঝে পারিবারিক কলহের জেরে রোকসানাকে মারধর করতেন জনি। ২০১৭ সালের ১৬ সেপ্টেম্বর দিবাগত রাতে শ্বাসরোধ করে রোকসানা বেগমকে হত্যা করে জনি। ঘটনার পরের দিন নিহতের বাবা এসরাইল হোসেন বাদী হয়ে জনির বিরুদ্ধে শিবগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সেলিম রেজা ২০১৮ সালের ৩১ অক্টোবর জনিকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত এই দণ্ডাদেশ প্রদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়