শিরোনাম
◈ সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ ◈ মুন্সীগঞ্জ লঞ্চে দুই তরুণীকে প্রকাশ্যে মারধর, ভিডিও ভাইরাল! ◈ পাকিস্তান উচ্চ-গতির মিসাইল ব্যবহার করছে, বলল ভারত ◈ শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা চলছে: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ পাকিস্তানের সঙ্গে সংঘাত : ভারতের ৩২ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা ◈ এবার সাইবার হামলায় ভারতের ৭০ শতাংশ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অচল ◈ পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু ◈ শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না: হাসনাত ◈ শাহবাগে চলছে ছাত্র-জনতার গণজমায়েত: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজধানী ◈ পাকিস্তানের ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’ নাম কোরআনের আয়াত থেকে নেয়া, এর অর্থ যা জানাগেল

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৫, ১২:৪১ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরের আলফাডাঙ্গায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ লাখ টাকা অর্থদণ্ড

সনত চক্র বর্ত্তী,ফরিদপুর :ফরিদপুরের আলফাডাঙ্গায় মধুমতি নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুইজনকে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। অর্থদণ্ড প্রাপ্তরা হলেন- উপজেলার বুড়াইচ ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের বাসিন্দা রাসেল মিয়া ও বানা ইউনিয়নের রুদ্রবানা গ্রামের বাসিন্দা ওয়াহিদুজ্জামান মুন্সি।

রবিবার (৬ এপ্রিল) বিকালে উপজেলার বানা ইউনিয়নের রুদ্রবানা মধুমতি নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। খবর পেয়ে অভিযান চালিয়ে সত্যতা মেলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে রাসেল মিয়া ও ওয়াহিদুজ্জামান মুন্সিকে পৃথক মামলায় দুই লক্ষ টাকা করে সর্বমোট ৪ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি আনুমানিক ১ হাজার ৫০০ ফুট প্লাস্টিকের পাইপ বিনষ্ট করা হয় এবং প্রায় ১ লক্ষ ৫ হাজার ঘনফুট বালু ও একটি ড্রেজার জব্দ করা হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, থানা পুলিশের একটি চৌকস দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে সহযোগিতা করেন।

এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল বলেন, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে চক্রটি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৃথক মামলায় দুইজনকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে সতর্ক করা হয়েছে, যাতে ওই এলাকায় আর কোন বালু উত্তোলন করা না হয়। আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়