শিরোনাম
◈ এবার সাইবার হামলায় ভারতের ৭০ শতাংশ বিদ্যুৎ সঞ্চালন ব্যবস্থা অচল ◈ পাকিস্তানের গোলায় ভারতীয় কর্মকর্তার মৃত্যু ◈ শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না: হাসনাত ◈ শাহবাগে চলছে ছাত্র-জনতার গণজমায়েত: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজধানী ◈ পাকিস্তানের ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’ নাম কোরআনের আয়াত থেকে নেয়া, এর অর্থ যা জানাগেল ◈ ভারত-পাকিস্তান সংঘাতকে আমেরিকা, চীন ও রাশিয়া কীভাবে দেখছে? ◈ বি‌সিসিআইকে প্রস্তাব দি‌লো ইংল‌্যান্ড ক্রিকেট বো‌র্ড. আমাদের এখানে আইপিএল করুন ◈ ভারতের বিরোধিতা সত্ত্বেও পাকিস্তানকে ঋণ দিল আইএমএফ ◈ চূড়ান্ত আঘাতের প্রস্তুতি নি‌তে পাক পরমাণু অস্ত্রের দায়িত্বপ্রাপ্ত ন্যাশনাল কমান্ড অথরিটির বৈঠক ডাকলেন শাহবাজ শরিফ ◈ এখন পর্যন্ত ৩৬টি স্থানে পাকিস্তানের ৪০০ ড্রোন হামলা, স্বীকার করল ভারত (ভিডিও)

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৫, ০১:১১ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় দায়ে পয়ষট্টি বছরের বৃদ্ধ গ্রেফতার 

হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা : এবার নয় বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার দায়ে সত্তর বছর বয়েসী আলী আকবর ওরফে কালা(৬৫) নামের এক বৃদ্ধাকে আটক করেছে পুলিশ। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে শনিবার(৫ এপ্রিল) দিবাগত রাত গৌরীপুর তদন্ত ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুসের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) সিদ্দিক সঙ্গীয় ফোর্স নিয়ে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ভিকতলা এলাকা থেকে ধর্ষণের চেষ্টা করা ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী। 

ভুক্তভোগী শিশুটির পরিবারের বরাত দিয়ে পুলিশ বলেন, "উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের ভিকতলা মিজি বাড়িতে আসামির বসত ঘরে প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে বৃদ্ধ । শিশুটির আর্তচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে ধর্ষণের চেষ্টা করা বৃদ্ধা পালিয়ে যায়। পরে ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে স্থানীয়রা।

ধৃত আসামী আলী আকবরের ওরফে কালা(৬৫) ভিকতলা গ্রামের মিজি মৃত কলিমউদ্দিনের ছেলে। এ বিষয়ে মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) জুনায়েত চৌধুরী বলেন, " শিশুকে ধর্ষণ চেষ্টার দায়ে ধর্ষণ চেষ্টার এজহারনামীয় একমাত্র  আসামি আলী আকবর ওরফে কালাকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগীর পরিবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ চেষ্টা অভিযোগ দিলে।  তা আমলে নিয়ে তথ্য উপাত্তের ভিত্তিতে প্রাথমিক সত্যতা পাওয়ায় একটি মামলা রজু করা হয়েছে।  আজ রোববার( ৬ এপ্রিল) দুপুরে ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। "

  • সর্বশেষ
  • জনপ্রিয়