শিরোনাম
◈ নাহিদ রানা ও রিশাদ পা‌কিস্তান থে‌কে দে‌শে ফির‌লেন ◈ নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারলো না বাংলাদেশ ◈ ভারতীয় গণমাধ‌্যমের  সাংবা‌দিকতার মান নি‌য়ে প্রশ্ন তুল‌লেন পা‌কিস্তা‌নের শহীদ আ‌ফ্রিদি ◈ ট্রাম্পের ঘোষণার পর যুদ্ধবিরতির তথ্য নিশ্চিত করে যা বলল ভারত-পাকিস্তান ◈ শেখ হাসিনার সহকারী প্রেস সচিব বিটু ও সাবেক এমপি শামীমা গ্রেফতার ◈ ভারত-পাকিস্তান কি পরমাণু বোমা ব্যবহার করতে পারে? রাষ্ট্রীয় নীতিতে যা আছে: আল জাজিরার বিশ্লেষণ ◈ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৫৯২ মামলা ◈ পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান: ডোনাল্ড ট্রাম্প ◈ আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করব: আসিফ নজরুল (ভিডিও) ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগে চলছে গণজমায়েত (ভিডিও)

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৫, ০৫:৫১ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের মদদেই হাসিনা স্বৈরাচার হয়েছে : এ্যানি 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, হাসিনা একদিনে স্বৈরাচার হয়নি। ভারতের মদদেই হাসিনা দিনে দিনে স্বৈরাচার হয়ে উঠেছিলো। হাসিনার গুম, খুনের পিছনেও ভারতের মদদ ছিল। গুম, খুন একদিনে তৈরী হয়নি, হাসিনার বাবার সময়েও গুম, খুন হয়ে ছিল। আর হাসিনার সময়ে তা ভয়াবহ রূপ ধারণ করেছিলো।

১৫-১৬ বছর এদেশে গুম, খুন হয়েছে। সর্বশেষ জুলাই আন্দোলনেও শত-শত মানুষকে হত্যা করা হয়েছে। হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ হত্যা করা হয়েছে। সবই ভারতের মদদেই হয়েছে। ভারত নিজেদের স্বার্থেই বার বার নৌকাকে ক্ষমতায় রেখে ছিল। নির্বাচনে আগে তাদের সচিব-কর্মকর্তারা এসে হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য সকল কলাকৌশল করে যেত। 

শনিবার দুপুরে উত্তর মজুপুর সনাতনী দেবালয়ের আয়োজনে মাদাম স্নানঘাটে অষ্টমীস্নান ও হরিনাম যজ্ঞ পরিদর্শনে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  তিনি বলেন, ভারতের পার্লামেন্টে বাংলাদেশের হিন্দুদের নিয়ে সে সকল কথা বলা হচ্ছে তা সম্পন্ন রূপে মিথ্যা। বাংলাদেশের হিন্দুরা ৫ আগস্টের পরে আগের চেয়ে বহুগুণে ভালো আছে। আসলে ভারত নিজেদের স্বার্থে বাংলাদের হিন্দুদের ব্যবহার করতে চাচ্ছে। যা বাংলাদেশের হিন্দুরা কখনো কামনা করে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ হিন্দুদেরকে নিজেদের সম্পত্তি মনে করতো। কিন্তু এই হিন্দুরা আওয়ামী লীগের সময়ই বেশি নির্যাতনের শিকার হয়েছে। তাদের বাড়ি, ঘর, দোকানপাট আওয়ামী লীগের নেতাকর্মীরাই দখল করেছে। তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়েছে, সে খানে সকল ধর্মের কথা বলা আছে। বাংলাদেশের হিন্দু, খ্রিস্টান ও মুসলমানসহ সকল জাতী মিলে মিশে থাকবে যেখানে কোন ভেদাভেদ থাকবেনা। জিয়াউর রহমানই বাংলাদেশ বহু দলীয় গণতন্ত্র সৃষ্টি করেছে। সেখানে সকল ধর্মের মানুষকে নিয়েই তিনি রাজনীতি করেছেন।

এ সময় আরও বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ হিন্দু, বদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের লক্ষ্মীপুর শাখার সভাপতি শংকর মজুমদা, ডা. রতনদ্বীপাল, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল শাহ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়