শিরোনাম
◈ কলকাতায় ভাঙচুরের ঘটনায় লিওনেল মেসি দায়ী: সু‌নিল গাভাস্কার ◈ ডিসেম্বরের মধ্যে পাঁচ ব্যাংকের আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার নির্দেশ গভর্নরের ◈ মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া ভারত বিজয় অর্জন করতে পারতো না: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ সৌদিতে হলরুম ভাড়া করে নির্বাচনী সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক ◈ ৩০০ আসনের লড়াই: আসন ছাড়ে অনীহা, জোট রাজনীতিতে বাড়ছে টানাপোড়েন ◈ হাদিকে গুলি: প্রধান অভিযুক্তের ‘জামিন বিতর্ক’ নিয়ে যা বললেন আইন উপদেষ্টা ◈ পে স্কেল নিয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে যে সিদ্ধান্ত নিল কমিশন ◈ মঙ্গলবার রাত পর্যন্ত ট্রাভেল পাস চাননি তারেক রহমান: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ব্রিটিশ সরকারের সঙ্গে বৈঠকে লন্ডন গেলেন জামায়াত আমির ◈ সরকারি গাড়িতে যুগ্ম সচিবকে জিম্মি, ৬ লাখ টাকা আদায়ের চেষ্টা

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০২৫, ০৯:১০ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোয়ালমারীতে ধর্ষক গ্রেপ্তার, ধর্ষকের সহযোগী পলাতক 

সনত চক্র বর্ত্তী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ধর্ষণের অপরাধে আব্দুর রহমান নামের (১৮) এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। ধর্ষকের সহযোগে রাতুল (১৯) পলাতক রয়েছে। ধর্ষণের ঘটনায় মেয়ের মা  বাদী হয়ে মঙ্গলবার (১ এপ্রিল) রাতে ধর্ষণ মামলা করেছেন। মামলা নাম্বার ১। ধর্ষক ও তার সহযোগীর বাড়ি উপজেলার মুরাইল গ্রামে। 

মামলার এজাহার ও থানা সূত্র জানা যায়, ঈদের দিন ঘুরতে যাওয়ার কথা বলে আব্দুর রহমান বর্ণিচর গ্রামের ওই মেয়েকে (১৮) গুনবাহ শফিউদ্দিন স্কুল এন্ড কলেজের মধ্যে নিয়ে তার  ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ সময় ওই মেয়ে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে পাশের এক বাড়ি নিয়ে চেতনা ফেরানোর চেষ্টা করে। তার চেতনা না ফেললে পাশের মোহাম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। হাসপাতালে গিয়ে তার চেতনা ফেরে। বোয়ালমারী থানা পুলিশ পরের দিন মঙ্গলবার সকাল ৯ টার দিকে সংবাদ পেয়ে থানার উপ-পরিদর্শক আব্দুর রশিদ মোহাম্মদপুর হাসপাতাল থেকে ভিকটিমকে উদ্ধার করে নিয়ে আসে।

মামলার পর মঙ্গলবার রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে এলাংখালী এলাকা থেকে ধর্ষককে গ্রেফতার করে। থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে। মামলার পর ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। ধর্ষণের সহযোগি আসামি রাতুলকে গ্রেফতারের চেষ্টা চলছে। বুধবার মেয়েটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে এবং আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়