শিরোনাম
◈ নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ ◈ সাভারে মেয়ের হাতে বাবা খুনের আসল ঘটনা নিয়ে যা জানা গেলো ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে আনন্দ উল্লাস! (ভিডিও) ◈ পাঁচ বছরের জন্য বাংলাদেশকে জামায়াতের কাছে লিজ দিন: ডা. তাহের ◈ জনগণ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না: তারেক রহমান (ভিডিও) ◈ লঞ্চে দুই তরুণীকে পেটানো যুবকের পুলিশের কাছে আত্মসমর্পণ, আসলে কী হয়েছিলো? যা জানাগেল (ভিডিও) ◈ তামিম ইকবালকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল ও আমীর খসরু (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এতদিন পরে রাস্তায় কেন? ◈ ভারতীয় মিডিয়া যা তা নিউজ করে, ন্যূনতম স্ট্যান্ডার্ড নেই ওদের: শফিকুল আলম (ভিডিও)

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৫, ১১:৫৪ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে সেফটিক ট্যাংক বসাতে গিয়ে মাটি চাপায় শ্রমিক নিহত

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:  ফরিদপুরের বোয়ালমারীতে শৌচাগারের সেপটিক ট্যাংক বসাতে গিয়ে মাটি চাপায় শফিকুল শেখ (২৭) নামে এক খনন শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়েছেন।

মঙ্গলবার (০১ এপ্রিল) বিকেলের দিকে বোয়ালমারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আধাঁরকোঠা স্টেডিয়াম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ওসি মাহমুদুল হাসান। 

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় আধাঘন্টা চেষ্টার ফলে পর ৮-১০ ফুট মাটির নিচ থেকে নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে। তিনি দীর্ঘদিন যাবত সেফটিক ট্যাংক খনন করে রিং স্লাব বসানোর কাজ করতেন।

নিহত শফিকুল শেখ উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের মৃত মোমিন শেখের ছেলে ও দুই সন্তানের জনক। সজিব শেখ (৬) ও মরিয়ম (৪) নামে তার দুই সন্তান রয়েছে। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বোয়ালমারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আঁধারকোঠা এলাকার স্টেডিয়াম পাড়ায় কৃষি ব্যাংক কর্মকর্তা মাহবুবুর রহমানের ৫তলা ভবনের নিচতলায় সেফটিক ট্যাংক নির্মাণের জন্য শফিকুলসহ দুই শ্রমিক কাজ করছিল। তারা প্রায় ২০ ফুট গভীর দুটি গর্ত খনন শেষে রিংস্লাব বসানোর সময় বিকেল ৪টার গিকে হঠাৎ গর্তের পাশে খননকৃত স্তুপ করে রাখা মাটি ধ্বসে শফিকুল চাপা পড়ে। এসময় উপরে থাকা অপর শ্রমিকের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তাদের সহায়তায় বোয়ালমারী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় আধা ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে শফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইমরান হুসাইন বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু  হয়। ধারণা করা যাচ্ছে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। 

বোয়ালমারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লেডার আব্দুল খালেক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ৩০-৪০ মিনিট তৎপরতা চালিয়ে তাকে উদ্ধার করি। যেখানে গর্ত খুঁড়া হয়েছে তা ভরাটকৃত বালুমাটি হওয়ায় ধ্বসে পড়ে মাটির নিচে চাপা ওই শ্রমিক চাপা পড়েছিলো । 

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়