শিরোনাম
◈ জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ◈ নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ ◈ সাভারে মেয়ের হাতে বাবা খুনের আসল ঘটনা নিয়ে যা জানা গেলো ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে আনন্দ উল্লাস! (ভিডিও) ◈ পাঁচ বছরের জন্য বাংলাদেশকে জামায়াতের কাছে লিজ দিন: ডা. তাহের ◈ জনগণ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না: তারেক রহমান (ভিডিও) ◈ লঞ্চে দুই তরুণীকে পেটানো যুবকের পুলিশের কাছে আত্মসমর্পণ, আসলে কী হয়েছিলো? যা জানাগেল (ভিডিও) ◈ তামিম ইকবালকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল ও আমীর খসরু (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এতদিন পরে রাস্তায় কেন?

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৫, ০২:২৪ দুপুর
আপডেট : ০৭ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শোলাকিয়ায় ভাঙলো আগের সব রেকর্ড, ৬ লাখের বেশি মুসল্লির নামাজ আদায়

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : এক মাস সিয়াম সাধনার পর উপমহাদেশের অন্যতম বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। অতীতের সব রেকর্ড ভেঙে এবার প্রায় ৬ লাখের বেশি মুসল্লি ঈদের নামাজ আদায় করেছেন বলে জানিয়েছেন আয়োজকরা। গত বছর এই জামাতে ৫ লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছিলেন।

আজ সোমবার (৩১ মার্চ) সকাল ১০টায় দেশের বৃহৎ এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জের পুলিশ সুপার হাছান চৌধুরী জানান, এবারের জামাতে প্রায় ৬ লাখেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন। ঈদের জামাতে অংশ নিতে দূর-দূরান্ত থেকে মুসল্লিরা আসেন। ময়মনসিংহ ও ভৈরব থেকে বিশেষ দুটি ট্রেন মুসল্লিদের নিয়ে কিশোরগঞ্জে পৌঁছে। সকাল ৯টার মধ্যেই পুরো ঈদগাহ ময়দান লোকে লোকারণ্য হয়ে যায়।

এবার দীর্ঘ ১৫ বছর পর জামাতের ইমামতি করেন কিশোরগঞ্জ শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। বিকল্প ইমাম ছিলেন হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই।

ঈদগাহ ময়দানে ১৯৮তম ঈদ জামাত অনুষ্ঠিত হলো। মুসল্লিদের ভিড়ে কানায় কানায় পূর্ণ ছিল পুরো মাঠ। নামাজ শেষে মুসলিম উম্মাহ ও বাংলাদেশের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

ঈদ জামাতে অংশ নিতে গাজীপুর, মুন্সিগঞ্জ, কুমিল্লা, বরিশাল, কুষ্টিয়া, মেহেরপুর, যশোরসহ দেশের ৬৪ জেলা থেকে মুসল্লিরা আসেন। অনেকে আত্মীয়-স্বজনের বাড়িতে, আবাসিক হোটেলে, মসজিদে বা খোলা আকাশের নিচে রাত কাটিয়ে জামাতে অংশ নেন।

নিরাপত্তার জন্য প্রশাসন পাঁচস্তরের ব্যবস্থা নেয়। সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন ছিল। নিরাপত্তা আরও জোরদারে সিসিটিভি ক্যামেরা, ছয়টি ওয়াচ টাওয়ার ও ড্রোন ক্যামেরা ব্যবহার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়