শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের আইনজীবী কেনেডির কাছে ‘আয়না ঘর’ এ বন্দি জীবনের কথা জানালেন মীর আহমাদ বিন কাশেম ◈ চট্টগ্রাম রেঞ্জ ও সিএমপি-তে চালু হচ্ছে অনলাইন জিডি ◈ শেখ হাসিনার বিষয়ে নাক গলাতে চান না রাহুল গান্ধী! (ভিডিও) ◈ ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভ ◈ শ্রমবাজার নিয়ে আলোচনা করতে মালয়েশিয়ায় আসিফ নজরুল (ভিডিও) ◈ চট্টগ্রাম বন্দর ‘অর্থনীতির হৃদপিণ্ড’, নেপালের ভুটানের নেই, আমাদের হৃদপিণ্ড দিয়ে তাদেরও চলতে হবে: প্রধান উপদেষ্টা ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র ◈ সৌদি যুবরাজকে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা: ‘তুমি রাতে ঘুমাও কীভাবে?’ ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ৬০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান ◈ ইসরাইলের বর্বরোচিত হামলায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৫, ১১:৫৮ রাত
আপডেট : ১২ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৩ তলা ভবন থেকে লাফিয়ে পড়া সেই তরুণীর পরিচয় মিলেছে

ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড় এলাকার ১৩ তলার বনানী ভবনের ছাদ থেকে পড়ে নিহত তরুণীর পরিচয় মিলেছে। তিনি ময়মনসিংহ সরকার মুমিনুন্নিছা মহিলা কলেজের অর্নাস প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার (২৮ মার্চ) রাতে কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান এই তথ্য নিশ্চিত করে জানান, নিহত তরুণীর নাম ত্রিপলা ভদ্র একা (২০)। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার বারুইপাড়া গ্রামের নেপাল চন্দ্র ভদ্র ও লিপি দত্ত দম্পতির মেয়ে। ত্রিপলা নগরীর কালীবাড়ী কবরস্থান এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন।

এর আগে, শুক্রবার দুপুরে নগরীর প্রাণকেন্দ্র গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড়ে বনানী নামক ১৩ তলা ভবনের ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে ওই তরুণী ।

ওসি সফিকুল ইসলাম খান আরও বলেন, লাফিয়ে পড়ে মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। তবে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত তরুণী এই ভবনে তার এক বান্ধবীর কাছে আসা যাওয়া করতো। প্রেমঘটিত বিষয় থেকে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুপুর ১টা ১১ মিনিটে নীল জামা পরিহিত এক তরুণী ভবনে প্রবেশ করেন। পরে লিফটের মাধ্যমে ভবনের ছাদে চলে যান। দুপুর ১টা ১৪ মিনিটে এই তরুণী ছাদ থেকে নিচে পড়ে যান। তরুণীর লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে জানান ওসি।

এ বিষয়ে জানতে পরিবারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায়। উৎস: বাংলা ট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়