শিরোনাম
◈ কেমিক্যালমুক্ত আম চেনার উপায়! ◈ যুক্তরাষ্ট্রের আইনজীবী কেনেডির কাছে ‘আয়না ঘর’ এ বন্দি জীবনের কথা জানালেন মীর আহমাদ বিন কাশেম ◈ জাল দলিলে জীবিত মাকে ‘মৃত’ দেখিয়ে জমি দখলের চেষ্টা, কারাগারে কৃষকলীগ নেতা ◈ চট্টগ্রাম রেঞ্জ ও সিএমপি-তে চালু হচ্ছে অনলাইন জিডি ◈ শেখ হাসিনার বিষয়ে নাক গলাতে চান না রাহুল গান্ধী! (ভিডিও) ◈ ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগরভবনের সামনে বিক্ষোভ ◈ শ্রমবাজার নিয়ে আলোচনা করতে মালয়েশিয়ায় আসিফ নজরুল (ভিডিও) ◈ চট্টগ্রাম বন্দর ‘অর্থনীতির হৃদপিণ্ড’, নেপালের ভুটানের নেই, আমাদের হৃদপিণ্ড দিয়ে তাদেরও চলতে হবে: প্রধান উপদেষ্টা ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র ◈ সৌদি যুবরাজকে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা: ‘তুমি রাতে ঘুমাও কীভাবে?’

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৫, ১০:৩৪ রাত
আপডেট : ০৬ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে গুঁড়িয়ে দেওয়া চিমনি দিয়েই পোড়ানো হচ্ছে ইট

তপু সরকার হারুন : শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলা তেজার কান্দি ইন্দিলপুরে অবৈধ ফাতেমা জিগজ্যাগ ব্রিকস চিমনী গুড়িয়ে দেয়ার এ গত ১ সাপ্তাহ না যেতেই- দুদিন যাবৎ চলছে ভাঙ্গা চিমনি চারদিকে কালো কাপড় ব্যবহার করে পোড়ানো হচ্ছে ইট।  সম্প্রতি পরিবেশ অধিদপ্তর দেশব্যাপী অবৈধ অনুমোদনহীন ইটভাটার বিরুদ্ধে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে শেরপুর জেলার বেশকিছু অবৈধ ইটভাটার চিমনি গুড়িয়ে দেন। কিন্ত গুড়িয়ে দেওয়ার পরদিন হতেই কোন এক অদৃশ্য কারণে বিভিন্ন ইট ভাটায় ফের ইট পোড়ানোর কাজ শুরু হয়েছে। গুড়িয়ে দেয়া ভাঙ্গা চিমনীতেই পোড়ানো হচ্ছে ইট।

সরেজমিনে দেখা গেছে শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়ার তেজার কান্দি ইন্দিলপুরে ফাতেমা ব্রিকস চিমনি না বসিয়ে সরাসরি ইট পোড়াচ্ছে। ফলে এলাকার বোরো ধান সহ সার্বিক পরিবেশ মারাত্মক হুমকিতে পড়েছে। এ যেন গায়ের জোরে চলছে সবকিছু।

এ বিষয়ে শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এর সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বিষয়টি দেখবে বলে আশ্বাস প্রদান করেন । শেরপুর পরিবেশ অধিদপ্তরের এডি সাহেবের সাথে ০১৯১২০৭৫৫৬৫ বার বার ফোন দিলেও তিনি রিছিভ করেন নি । পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল বাবু কে ফোন দিলেও পাওয়া যায়নি । স্থানীয় এলাকাবাসীর অভিযেগ বোরো ধান সহ সকল প্রকার বৃক্ষ ফল ফলাদি ও মানবস্বাস্থ্যের প্রতি মারাত্মক ঝুঁকি তৈরি করছে। এ ব্যাপারে ফের শক্ত ও আশু পদক্ষেপ চান স্থানীয় কৃষকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়