শিরোনাম
◈ জুলাই ঘোষণাপত্র না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ◈ নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ ◈ সাভারে মেয়ের হাতে বাবা খুনের আসল ঘটনা নিয়ে যা জানা গেলো ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদের বিবৃতি ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তে আনন্দ উল্লাস! (ভিডিও) ◈ পাঁচ বছরের জন্য বাংলাদেশকে জামায়াতের কাছে লিজ দিন: ডা. তাহের ◈ জনগণ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না: তারেক রহমান (ভিডিও) ◈ লঞ্চে দুই তরুণীকে পেটানো যুবকের পুলিশের কাছে আত্মসমর্পণ, আসলে কী হয়েছিলো? যা জানাগেল (ভিডিও) ◈ তামিম ইকবালকে নিয়ে যা বললেন মির্জা ফখরুল ও আমীর খসরু (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এতদিন পরে রাস্তায় কেন?

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৫, ০৮:২৫ রাত
আপডেট : ০২ মে, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাগেশ্বরী উপজেলায় ভিজিএফ'র চাউল বিতরণে অনিয়মের অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলা ব্যাপী ভিজিএফ চাউল বিতরণ কার্যক্রম চলছে। গত শুক্রবার নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নে ৪ হাজার ৭ শত ২৬ টি পরিবারের মাঝে ১০ কেজি করে মোট ৪৭ দশমিক ২ শত ৬০  মে:টন চাউল বিতরণ করা হয়।
 
কালিগঞ্জে ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা শাহজালাল  অভিযোগ করেন,ব্যক্তির নিজ নামে স্লিপ দেওয়ার কথা থাকলেও এক জনের স্লিপের চাউল উওোলন করছেন আরেকজন। লুৎফর রহমান বলেন,প্রদানকৃত স্লিপের উপর সুবিধাভোগীর নাম না থাকায় বিক্রয়কৃত স্লিপের চাউল উওোলন করে নিচ্ছেন ব্যবসায়ীরা।
 
সংশ্লিষ্ট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা বেলাল বলেন,চেয়ারম্যান ও মেম্বাররা নিজস্ব লোকজনের দ্বারা চাউল উওোলন করে নিচ্ছেন। এতে প্রকৃত সুবিধাভোগীরা চাউল পাচ্ছে না।
 
এ অনিয়মের বিষয়ে ট্যাগ অফিসার নুর কুতুবুল আলমকে জিজ্ঞাসা করলে তিনি তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেন, আমি সারারাত বাড়ি বাড়ি ঘুরে স্লিপ বিতরণ করতে স্লিপের উপর নাম লিখতে পারি নাই। এছাড়া অন্য কোন মন্তব্য করতে তিনি রাজি হননি। 
 
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকতার তথ্য মতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  জেলায় মোট ৪ লক্ষ ৬৯ হাজার ৪ শত ৯৯ টি পরিবারের মাঝে ১০ কেজি করে মোট  ৪ হাজার ৬ শত ৯৪ দশমিক ৯৯ মে: ট চাউল বিতরণ করা হবে।

এ বিষয়ে নাগেশ্বরী উপজেলার নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়