শিরোনাম
◈ আলাস্কায় ট্রাম্প–পুতিন বৈঠক শুরু, তিন বছরের রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধের অবসান কি আসন্ন? ◈ বর্তমান সংবিধানের ভিত্তিতে নির্বাচন হলে এনসিপি অংশ নিবে না: হান্নান মাসউদ ◈ মার্কিন পাল্টা শুল্কে চীনের হারানো বাজার দখলে নতুন উত্থানে বাংলাদেশের তৈরি পোশাক খাত ◈ জুলাই সনদ’কে সর্বোচ্চ আইনি মর্যাদা দিতে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি চাইছে ঐকমত্য কমিশন ◈ দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২ ◈ কেন সামরিক ঘাঁটিতে বৈঠকে বসছেন ট্রাম্প ও পুতিন ◈ মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে ◈ ইউক্রেন নিয়ে আলোচনা করতে আসিনি, পুতিনের সঙ্গে বৈঠকের আগে বললেন ট্রাম্প ◈ ছেলেদের স‌ঙ্গে খে‌লে বিশ্বকাপের প্রস্তুতি নেবে নারীরা ◈ রোজগারের স্বপ্নে সৌদি আরব গিয়ে ‘না খেয়ে’ হাসপাতালের গেটে প্রাণ হারালেন সাফিউল

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০৯:৩৫ রাত
আপডেট : ১৩ আগস্ট, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনপুরায় বেড়িবাঁধের কাজ করাকে কেন্দ্র ক‌রে দু’গ্রু‌পের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ৮

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি : ভোলার মনপুরায় বেড়িবাঁধের জিও ব্যাগের কাজ করাকে কেন্দ্র ক‌রে দু’গ্রু‌পের সংঘর্ষে মো. রা‌শেদ (২৮) না‌মে এক ছাত্রদল নেতা নিহত হ‌য়ে‌ছেন। বুধবার রাতে চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মারা যান রাশেদ।

নিহত রাশেদ মনপুরা উপ‌জেলার দ‌ক্ষিণ সাকু‌চিয়া ইউনিয়নের সা‌বেক সাধারণ সম্পাদক এবং ৯ নম্বর ওয়ার্ডের রহমানপুর গ্রা‌মের মো. আবুল কালা‌মের ছে‌লে। এ ঘটনায় উভয় গ্রুপের অন্তত ৮ জন আহত হ‌য়ে‌ছে। আহতদের মনপুরা ও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন র‌য়ে‌ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মনপুরা উপ‌জেলার দ‌ক্ষিণ সাকু‌চিয়া ইউনিয়নের নুরউদ্দিন মা‌র্কেট সংলগ্ন ৫২ কিলোমিটার  বে‌ড়িবাঁধের কাজ চল‌ছিল। সেখানে জিও ব্যাগের কাজ করা নি‌য়ে সোহান পোদ্দার ও গিয়াস উদ্দিন মি‌ঝির মধ্যে দ্বন্দ্ব চ‌লে আসছিল। বুধবার সকালে সোহান ও রাশেদসহ কয়েকজন সেখা‌নে গে‌লে তা‌দের মধ্যে সংঘর্ষ হয়। এতে রাশেদসহ উভয় গ্রুপের অন্তত ৮ জন আহত হয়।

এর মধ্যে রাশেদের অবস্থা গুরুতর হওয়ায় তা‌কে প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চি‌কিৎসার জন্য ঢাকায় নেয়ার প‌থে মারা যান। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর নিহতের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে বরেন, এ ঘটনায় থানায় এখনও কেউ অভিযোগ করেনি। ত‌বে তদন্তের কাজ শুরু হয়েছে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়