শিরোনাম
◈ আলাস্কায় ট্রাম্প–পুতিন বৈঠক শুরু, তিন বছরের রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধের অবসান কি আসন্ন? ◈ বর্তমান সংবিধানের ভিত্তিতে নির্বাচন হলে এনসিপি অংশ নিবে না: হান্নান মাসউদ ◈ মার্কিন পাল্টা শুল্কে চীনের হারানো বাজার দখলে নতুন উত্থানে বাংলাদেশের তৈরি পোশাক খাত ◈ জুলাই সনদ’কে সর্বোচ্চ আইনি মর্যাদা দিতে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি চাইছে ঐকমত্য কমিশন ◈ দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২ ◈ কেন সামরিক ঘাঁটিতে বৈঠকে বসছেন ট্রাম্প ও পুতিন ◈ মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে ◈ ইউক্রেন নিয়ে আলোচনা করতে আসিনি, পুতিনের সঙ্গে বৈঠকের আগে বললেন ট্রাম্প ◈ ছেলেদের স‌ঙ্গে খে‌লে বিশ্বকাপের প্রস্তুতি নেবে নারীরা ◈ রোজগারের স্বপ্নে সৌদি আরব গিয়ে ‘না খেয়ে’ হাসপাতালের গেটে প্রাণ হারালেন সাফিউল

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০৪:৪৮ দুপুর
আপডেট : ২৫ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন

এম, এ কুদ্দুস , বিরল (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের বিরলে মুগডাল ও আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে ২০২৪-২০২৫ অর্থবছরে খরিপ-১ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচীর আওতায় গ্রীষ্মকালীন মুগডাল ও আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বিরল উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে  অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহদেম বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এ সময় বিরল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তাফা হাসান ইমাম, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ বরকতুল্ল্যাহ, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আবু হানিফ প্রমূখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম বলেন, এ মৌসুমে মুগডাল আবাদ করার জন্য ৩০ জন কৃষকের মধ্যে মুগডালের বীজ ৫ কেজি, রাসায়নিক সার পটাশ ৫ কেজি এবং ডেব ১০ কেজি জনপ্রতি কৃষকের মাঝে বিতরন করা হয়। আউশ ধান আবাদের জন্য ৭০০ জন কৃষককে নির্ধারন করা হয়েছে। জন প্রতি কৃষককে ধান বীজ ৫ কেজি, রাসানিক সার পটাশ ১০ কেজি এবং ডেব ১০ কেজি করে বিতরন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়