শিরোনাম
◈ আলাস্কায় ট্রাম্প–পুতিন বৈঠক শুরু, তিন বছরের রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধের অবসান কি আসন্ন? ◈ বর্তমান সংবিধানের ভিত্তিতে নির্বাচন হলে এনসিপি অংশ নিবে না: হান্নান মাসউদ ◈ মার্কিন পাল্টা শুল্কে চীনের হারানো বাজার দখলে নতুন উত্থানে বাংলাদেশের তৈরি পোশাক খাত ◈ জুলাই সনদ’কে সর্বোচ্চ আইনি মর্যাদা দিতে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি চাইছে ঐকমত্য কমিশন ◈ দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২ ◈ কেন সামরিক ঘাঁটিতে বৈঠকে বসছেন ট্রাম্প ও পুতিন ◈ মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে ◈ ইউক্রেন নিয়ে আলোচনা করতে আসিনি, পুতিনের সঙ্গে বৈঠকের আগে বললেন ট্রাম্প ◈ ছেলেদের স‌ঙ্গে খে‌লে বিশ্বকাপের প্রস্তুতি নেবে নারীরা ◈ রোজগারের স্বপ্নে সৌদি আরব গিয়ে ‘না খেয়ে’ হাসপাতালের গেটে প্রাণ হারালেন সাফিউল

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৫, ০৭:৩১ বিকাল
আপডেট : ১৮ জুলাই, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যাত্রী সেজে গাড়ি ছিনতাই, বোয়ালমারী থেকে উদ্ধার 

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : যাত্রী সেজে ঢাকা থেকে ভাড়া করা গাড়ি ছিনতাইয়ের পর ফরিদপুরের বোয়ালমারী বাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নারীযাত্রীসহ দুইজনকে বুধবার (১৯ মার্চ) ভোররাতে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জের কাশিয়ানী থানা পুলিশ।  এর আগে মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার বোয়ালমারী বাজারের অগ্রনী ব্যাংকের সামনে থেকে গাড়ীটি উদ্ধার করা হয়।

পুলিশ ও থানা সূত্রে জানা যায়, ঢাকার বাড্ডা এলাকা থেকে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে গোপালগঞ্জের মুকসুদপুর যাওয়ার জন্য একটি মাইক্রোবাস ভাড়া করে পাঁচজন যাত্রী। এদের মধ্যে একজন নারী যাত্রীও ছিল। 

পুলিশ জানায়, এক পর্যায়ে গাড়ীর চালক জামাল হাওলাদারকে যাত্রীরা কাশিয়ানীর ব্যাসপুর নামবো বলে জানায়। ওইদিন ভোর সাড়ে ৪টার দিকে ব্যাসপুর এলাকায় নারী যাত্রীসহ তিনজন নেমে যায়। এ সময় চালক জামাল গাড়ীর পিছনের ব্যাকডালা খুলে লাগেজ নামাতে গেলে গাড়ীতে থাকা দুইজন গাড়ীটি নিয়ে পালিয়ে যায়।

কিছুক্ষণের মধ্যেই গাড়ীর মালিক সোহেল রানা খবর পেয়ে জিপিএসের মাধ্যমে গাড়ীর লোকেশন সনাক্ত করে ৯৯৯ ফোনের মাধ্যমে ফরিদপুরের বোয়ালমারী থানাকে জানায়। বোয়ালমারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামানের নেতৃত্বে বোয়ালমারী বাজারের অগ্রনী ব্যাংকের সামনে থেকে গাড়ীটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান বলেন, ৯৯৯ ফোন পেয়ে বোয়ালমারী বাজার থেকে ছিনতাইকৃত গাড়িটি উদ্ধার করে থানায় আনা হয়। যেহেতু ঘটনাস্থল কাশিয়ানী থানার মধ্যে তাই গাড়িটি কাশিয়ানী থানা পুলিশের কাছে বুধবার দুপুর আড়াইটার দিকে হস্তান্তর করা হয়েছে। ওসি জানান, ছিনতাইয়ের ঘটনায় কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার। কাশিয়ানী থানা এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নিবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়