শিরোনাম
◈ শৈলকুপায় ব্যবসায়ীর পায়ের রগ কর্তন ◈ রবীন্দ্র শিক্ষার্থীদের যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ব্লকেড, যানচলাচল বন্ধ ◈ স্বর্ণ পাচার করতে গিয়ে ধরা পরা সেই কেবিন ক্রু রুদাবা সুলতানাকে সাময়িক বরখাস্ত ◈ হজ ওমরা নিয়ে আমার মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা যদি এক টাকাও ঘুষ খেলে ফাঁসিতে ঝোলাব: ধর্ম উপদেষ্টা ◈ ক্লোরেটের মাত্রা বেশি, যুক্তরাজ্যে আবারও বাজার থেকে তুলে নেওয়া হলো কোকা-কোলার পণ্য ◈ করাচিতে স্বাধীনতা দিবসে ফাঁকা গুলি ছুড়ে নিহত ৩, আহত ৬৪ ◈ এবার ইসরায়েলকে অস্ত্র সরবরাহ নিয়ে যা বলল সৌদি আরব! ◈ সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস গ্রেফতার ◈ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে লঘুচাপ ◈ ‘মৃত ভোটারদের’ সঙ্গে চা পান করলেন রাহুল গান্ধী,তোলপাড়

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৫, ০২:৪২ দুপুর
আপডেট : ২৯ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী সহিংসতা বন্ধের দাবিতে বেলাবোতে মহিলা পরিষদের মানববন্ধন

আলমগীর পাঠান, বেলাবো(নরসিংদী) প্রতিনিধি : "আমরা বিক্ষুব্ধ আমরা শোকাহত প্রতিবাদ জানাই প্রতিরোধ চাই" এই স্লোগানে বেলাবোতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন আয়োজন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, বেলাবো সাংগঠনিক জেলা শাখা। গণধর্ষণের শিকার নারী সহ দেশব্যাপী নারী, কণ্যা শিশু ধর্ষণ, গণধর্ষণ হত্যা ও  সহিংসতা বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

বুধবার (১৯ মার্চ) দুপুর ১ টায় উপজেলার চর উজিলাব ইউনিয়নের বারৈচা বাসস্ট্যান্ডে বারৈচা-রায়পুরা আঞ্চলিক রোডে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তির সভাপতিত্বে ও লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তারের পরিচালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সাধারন সম্পাদক নাজরীন হক হেনা, সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিন, অর্থ সম্পাদক পারভীন বেগম, আন্দোলন সম্পাদক মিনতী রানী সূত্রধর, প্রশিক্ষণ সম্পাদক মায়া রানী দাস, প্রচার প্রকাশনা ও গণমাধ্যম সম্পাদক শাহিনূর আক্তার'সহ প্রমুখ।

বাংলাদেশ মহিলা পরিষদ বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভানেত্রী রাবেয়া খাতুন শান্তি বলেন, নারীর ওপর চলমান সহিংসতা বন্ধে দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি রাষ্ট্রকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়