শিরোনাম
◈ আলাস্কায় ট্রাম্প–পুতিন বৈঠক শুরু, তিন বছরের রক্তক্ষয়ী ইউক্রেন যুদ্ধের অবসান কি আসন্ন? ◈ বর্তমান সংবিধানের ভিত্তিতে নির্বাচন হলে এনসিপি অংশ নিবে না: হান্নান মাসউদ ◈ মার্কিন পাল্টা শুল্কে চীনের হারানো বাজার দখলে নতুন উত্থানে বাংলাদেশের তৈরি পোশাক খাত ◈ জুলাই সনদ’কে সর্বোচ্চ আইনি মর্যাদা দিতে রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি চাইছে ঐকমত্য কমিশন ◈ দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ২ ◈ কেন সামরিক ঘাঁটিতে বৈঠকে বসছেন ট্রাম্প ও পুতিন ◈ মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে ◈ ইউক্রেন নিয়ে আলোচনা করতে আসিনি, পুতিনের সঙ্গে বৈঠকের আগে বললেন ট্রাম্প ◈ ছেলেদের স‌ঙ্গে খে‌লে বিশ্বকাপের প্রস্তুতি নেবে নারীরা ◈ রোজগারের স্বপ্নে সৌদি আরব গিয়ে ‘না খেয়ে’ হাসপাতালের গেটে প্রাণ হারালেন সাফিউল

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৫, ০২:৪০ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাভারে আসামি ধরতে গিয়ে হামলার শিকার ৩ পুলিশ

সাভার প্রতিনিধি : সাভারে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছে ৩ পুলিশ সদস্য। এ ঘটনায় মারধর ছাড়াও পুলিশের যানবাহন ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ ওঠে ।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুবাড়িয়া শোভাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের ওপর হামলা ভাঙচুর এবং পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ঘটনাস্থল একজনকে থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা।

এদিকে পুলিশের সূত্রে জানা গেছে, সাভার মডেল থানার উপ পরিদর্শক(এস আই) মেহেদী হাসানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে আসামি গ্রেফতার করতে গেলে উপস্থিত পুলিশ সদস্যদের "ভুয়া পুলিশ" আখ্যায়িত করে তাদের ঘেরাও করে রাখেন এলাকাবাসী। এক পর্যায়ে তাদের ওপর হামলা চালিয়ে ভাঙচুর করা হয় পুলিশের ৩টি মোটরসাইকেল। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে পুলিশ সদস্যদের উদ্ধার করে সাভারে নিয়ে আসে।

এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে মোহাম্মদ নাসির (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত নাসির শোভাপুর গ্রামের মৃত বারেক মিয়ার ছেলে।

ইতোমধ্যেই পুলিশ বাদী হয়ে সাভার মডেল থানা একটি মামলা দায়ের করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়