শিরোনাম
◈ প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল ◈ নির্বাচনে ঋণখেলাপিরা অংশ নিতে পারবেন না: অর্থ উপদেষ্টা ◈ জনগণই নির্ধারণ করবে আগামী দিনে কারা রাষ্ট্র পরিচালনা করবে : নিপুণ রায় ◈ জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু ◈ বৃহস্পতিবার যেসব এলাকায় গ্যাস থাকবে না ◈ চানখাঁরপুলে ৬ হত্যা: ‘পুলিশের পোশাক পরা লোকদের হিন্দিতে কথা বলতে শুনি’ ◈ আপনারে কে এখানে বসাইছে, তার কইলজা খুলিহালাইম, আপনার কইলজাও খুলমু: : কুমিল্লায় বিএনপি নেতার হুমকি ◈ ১১৭ দেশে এই প্রথম নজিরবিহীন তল্লাশি, এস আলম গ্রুপের ৪৭০ ‘শ্যাডো’ কোম্পানিতে লুকানো ২ লাখ কোটি টাকা ◈ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব দেয়ার জন্য স্বচ্ছ ও নিরপেক্ষ পুলিশ কর্মকর্তার খোঁজে হিমশিম পুলিশ প্রশাসন ◈ বাংলা‌দে‌শে ইহুদিবিদ্বেষী মন্তব্য, নিরাপত্তা বাহিনীর নির্যাতনসহ যেসব বিষয় উঠে এসেছে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৫, ০৯:২৩ রাত
আপডেট : ১১ আগস্ট, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদিতমারীতে দোকানের সামনে মাটি ফেলে দোকান দখলের চেষ্টা বিএনপি নেতার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট : লালমনিরহাটের আদিতমারী উপজেলার বুড়ির বাজার এলাকায় ফুটপাতের দোকান ভাংচুর ও ট্রাকে মাটি ফেলে দোকান ঘর দখলের চেষ্টার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ হাজেরা বেগম (৫৩) আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রবিবার (১৬ মার্চ) বিকেলে আদিতমারী উপজেলার বুড়িরবাজার ঈদগাহ মাঠের পাশে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বিএনপি নেতা ইবনে হাবীব কাসুরী চঞ্চল আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

এ ঘটনায় অসহায় ৮/১০ জন ফুটপাতের দোকানদার অনিশ্চিত আতঙ্কে রয়েছেন। অভিযোগে বলা হয়েছে, হাজেরা বেগমের স্বামী মোঃ মোফাজ্জল হোসেন স্থানীয় ঈদগাহ মাঠ কমিটির অনুমতি নিয়ে ১০ বছরের জন্য একটি দোকান ঘর ভাড়া নেন এবং সেখানে দির্ঘদিন থেকে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তবে সম্প্রতি বিএনপি নেতা ইবনে হাবীব কাসুরী চঞ্চল দোকানটি জোরপূর্বক দখল করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

গত ১৫ মার্চ দুপুরে অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা দোকানের সামনে টিনের বেড়া দেওয়ার চেষ্টা করেন। এ সময় হাজেরা বেগম বাঁধা দিলে তাদের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ইবনে হাবীব কাসুরী চঞ্চল তাকে মারধরের জন্য তেড়ে আসেন। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, বিএনপি নেতা শুধু ভয়ভীতি প্রদর্শনই করেননি, বরং আরও লোকজন নিয়ে দোকান দখলের চেষ্টা, ভাঙচুর ও অগ্নিসংযোগের হুমকিও দিয়েছেন।

এদিকে শনিবার বিকেলে অভিযুক্ত বিএনপি নেতা ওই ঈদগাহ মাঠ সংলগ্ন আরও ৭-৮টি দোকানের চালা ভাঙচুর করেন। যুগ যুগ ধরে সেখানে অনেকেই ওই স্থানে ব্যাবসা বাণিজ্য করে আসছেন। কিন্তু পট পরিবর্তনের পর ক্ষমতার দাপট দেখিয়ে বিএনপি নেতার এভাবে দখল চেষ্টায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ষাটোর্ধ বৃদ্ধ জগদীষ চন্দ্র বলেন, দীর্ঘ ১৮/২০ বছর ধরে এখানে মুচির কাজ করে আসছি। হঠাৎ গতকাল বিকেলে দোকানের চালা ভেঙ্গে ফেলা হয়েছে। এখন কি করবো, কি করে খাবো এই বয়সে বুঝতে পারছিনা।

অন্যান্য ব্যাবসায়ীরা বলেন, দীর্ঘ সময় ধরে ঈদগাহ মাঠ সংলগ্ন আমরা অনেকেই দোকান করে খাচ্ছি। হঠাৎ ক্ষমতা দেখিয়ে চালা ভেঙ্গে আমাদের জিনিসপত্র সরিয়ে দেওয়া হয়েছে। আমরা কি করে সংসার চালাবো বা জীবন যাপন করবো বুঝতেছিনা।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে অবৈধ দখল ও সহিংসতা বন্ধ হয় এবং ব্যবসায়ীরা নিরাপদে তাদের কার্যক্রম চালাতে পারেন।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতাকে বারবার ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেন নাই। এ বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আকবর বলেন, "অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়